Apan Desh | আপন দেশ

টি-টোয়েন্টি সিরিজও হাতছাড়া টাইগ্রেসদের

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৫, ৩০ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৫:২০, ৩০ জানুয়ারি ২০২৫

টি-টোয়েন্টি সিরিজও হাতছাড়া টাইগ্রেসদের

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দলের দুই খেলোয়াড়

ওয়েস্ট ইন্ডিজ সফরে দুর্দশা কাটছেই না বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের। একের পর এক হার দেখছে সফরকারিরা। হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলেও দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়েছিল লাল সবুজের মেয়েরা। তবে তৃতীয় ম্যাচে আর জয়ের নাগাল পায়নি তারা। ফলে সিরিজ হারের সঙ্গে সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া হয়েছে টাইগ্রেসদের। এবার টানা দুই ম্যাচ হেরে টি-টোয়েন্টি সিরিজও খোয়াল নিগার সুলতানা জ্যোতিরা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সেন্ট কিটসে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০৬ রানের ব্যবধানে হেরেছে লাল সবুজের মেয়েরা। আগে ব্যাট করে কিয়ানা জোসেফ ও ডিয়ান্ড্রা ডটিন ঝড়ে ৬ উইকেটে ২০১ রান করে স্বাগতিক দল। জবাবে বাংলাদেশ আবারও ব্যাটিং ব্যর্থতায় ৯ উইকেটে থামে ৯৫ রানে। তাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে ক্যারিবিয়ানরা। 

এদিন টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। কিন্তু বল হাতে সেভাবে চাপ সৃষ্টি করতে পারেনি তারা। ওপেনার কিয়ানা জোসেফ শুরু থেকে চড়াও হয়েছেন। অধিনায়ক হেইলি ম্যাথুজকে নিয়ে ওপেনিংয়ে যোগ করেন ৫৩ রান। ম্যাথুজ ১৮ বলে ২৭ রানে ফিরলে ভাঙে জুটি। তার পর দ্রুত শেমাইন ক্যাম্পবেল (১১) ফিরলে ক্রিজে নামেন ডিয়ান্ড্রা ডটিন। নেমেই আগের ম্যাচের মতো তাণ্ডব শুরু করেন তিনি। তাতে তৃতীয় উইকেটে ২৭ বলে ৬৩ রান যোগ করে কিয়ানা-ডটিন জুটি। কিয়ানা ৩৬ বলে ৯ চার ও ২ ছক্কায় ৬৩ রানে ফিরলে ভাঙে জুটি। ডটিন কিছুক্ষণ সামলে আউট হলে এক রানের জন্য হাফসেঞ্চুরি (৪৯) বঞ্চিত হয়েছেন। তার ২০ বলের ইনিংসে ছিল ৩টি চার ও ৫টি ছক্কা। তার পর শাবিকা গাজনাবির ১২ বলে অপরাজিত ২৪ রানের ক্যামিও ইনিংসে ভর করে ৬ উইকেটে ২০১ রানের সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের হয়ে ৩৮ রানে তিনটি উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন। ২৬ রানে দুটি শিকার করেছেন রাবেয়া খাতুন। একটি নিয়েছেন স্বর্ণা আক্তার। 

বড় লক্ষ্যে খেলতে নেমে দ্রুতই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ২৪ রানে হারায় তিন উইকেট। নিয়মিত বিরতিতে আরও উইকেট পড়তে থাকায় কোনওভাবেই প্রতিরোধ গড়তে পারেনি। সর্বোচ্চ ২২ রানের ইনিংস খেলেছেন শারমিন আক্তার। ১৬ রান করেছেন স্বর্ণা আক্তার। অধিনায়ক নিগার সুলতানার ব্যাট থেকে আসে ১০ রান। ১৩* রানে অপরাজিত ছিলেন লতা মণ্ডল। 

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬ রানে দুটি উইকেট নেন হেইলি ম্যাথুজ। ১৫ রানে দুটি নিয়েছেন চেরি অ্যান ফ্রেজার। ২১ রানে অ্যাফি ফ্লেচারও দুটি উইকেট নিয়েছেন। ম্যাচসেরা কিয়ানা জোসেফ। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়