Apan Desh | আপন দেশ

বাংলাদেশ-ভারত বক্সিং শোডাউন ২৭ ফেব্রুয়ারি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৭, ২ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ-ভারত বক্সিং শোডাউন ২৭ ফেব্রুয়ারি

ফাইল ছবি

এ এফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত বক্সিং শোডাউন। ২৭ ফেব্রুয়ারি রাজধানীর লা মেরেডিয়ান হোটেলে বসবে জমজমাট এ শোডাউন। এতে উভয় দেশের সাতজন করে বক্সিং তারকা অংশগ্রহণ করবে। 

রোববার (০২ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টনস্থ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ্ বাংলা অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এ এফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের এমডি মোহাম্মদ আসাদুজ্জামান।

আয়োজকরা আশা করছেন এ বক্সিং শোডাউন দেশে ও বিদেশে ব্যাপক সাড়া ফেলবে। এরমধ্যে দিয়ে দেশের বক্সিং আরও এগিয়ে যাবে।

মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বাংলাদেশ-ভারত বক্সিং শোডাউনে বিশ্বের অন্যতম সেরা বক্সাররা লড়াই করবে, যা দর্শকদের আনন্দ দিবে। এবং তারা এক ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী হবেন। 

তিনি বলেন, এ ইভেন্টটি বাংলাদেশের বক্সিং এবং পেশাদার কমব্যাট স্পোর্টসের জন্য নতুন যুগের সূচনা করবে। বিশ্বমানের এ প্রতিযোগিতায় আমাদের দেশের নতুন প্রতিভা উঠে আসবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়