Apan Desh | আপন দেশ

কিস্তিতে পারিশ্রমিক পরিশোধের আশ্বাস

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩০, ৩ ফেব্রুয়ারি ২০২৫

কিস্তিতে পারিশ্রমিক পরিশোধের আশ্বাস

ফাইল ছবি

দেখতে দেখতে শেষ প্রান্তে চলে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসর। সোমবার (০৩ ফেব্রয়ারি) শুরু হয়েছে প্লে অব রাউন্ড। তার আগেই ছিটকে গেছে দুর্বার রাজশাহী। এরইমধ্যে দলটির দেশি খেলোয়াড়রা যার যার বাসায় ফিরেছেন, কিন্তু বিদেশি খেলোয়াড়রা এখনও টিম হোটেলেই রয়ে গেছেন। কারণ তারা এখনও পারিশ্রমিক বুঝে পাননি। 

গণমাধ্যমে খবর এসেছিল রোববার (০২ ফেব্রুয়ারি) খুঁজে পাওয়া যাচ্ছিল না রাজশাহীর মালিক শফিক রহমানকে। ফোন সুইপ অফ করে আত্মগোপনে ছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। তাকে খুঁজে বের করে সোমবার সকালে সরকারি ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এক বিবৃতিতে জানানো হয় শফিক রহমানকে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। একইসঙ্গে ক্রিকেটারদের অর্থ দেয়ার ব্যাপারে চূড়ান্ত প্রতিশ্রুতিও নেয়া হয়।

সে অনুযায়ী আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে তিন কিস্তিতে সব ক্রিকেটারের পাওনা টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন শফিক রহমান। সঙ্কট নিরসনে সমাধান জানতে চাইলে, নিজের দোষ স্বীকার করে নিয়ে ২৫ শতাংশ হারে ৩, ৭ এবং ১০ ফেব্রুয়ারী ২০২৫ তথা তিন কিস্তিতে দলের সমস্ত পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দেন তিনি।

এতে বলা হয়েছে, বিপিএল-২০২৫ ঘিরে বিসিবি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ সরকারের উচ্চ পর্যায় থেকে এ আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে আন্তরিক প্রয়াস প্রতীয়মান হলেও, টুর্নামেন্টটির ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী তার দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্টের সঙ্গে একের পর এক চুক্তি লঙ্ঘন করে টুর্নামেন্ট তথা রাষ্ট্রের সম্মান আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নবিদ্ধ করেছে।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ২ ফেব্রুয়ারির মধ্যে দলের ৫০ শতাংশ পাওনা পরিশোধের আশ্বাস দিয়েছিলেন শফিক রহমান। তা বাস্তবে আলোর মুখ দেখেনি। তাই দেশের ভাবমূর্তি রক্ষার্থে বিষয়টি আরো গুরুত্ব সহকারে তদন্ত করে মন্ত্রণালয়। এ ছাড়া বিভিন্ন মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি মালিকের পালিয়ে যাওয়ার গুঞ্জন উঠলে হস্তক্ষেপ করতে বাধ্য হয় সরকার।

এর আগে রাজশাহী বিমান টিকিট না দেয়ায় ক্রিকেটাররা হোটেল ছাড়তে পারছিলেন না। অবশেষে রোববার সন্ধ্যায় দুই ক্রিকেটারের হাতে ই-টিকিটি পৌঁছে দেয় দলটি। এছাড়া কোচ, এবং উইন্ডিজের এক ক্রিকেটার মিগেল কামিন্সকেও টিকিটি দিতে পেরেছে তারা। রাত ৩টায় জিম্বাবুয়ের উদ্দেশে্য ঢাকা ছেড়েছেন রায়ান বার্ল।  সোমবার দুপুর ১টা ৪০ মিনিটে থাই এয়ারওয়েজে করে পাকিস্তান ফিরবেন মোহাম্মদ হারিস।

এছাড়া কোচ ইজাজ আহমেদ ফিরবেন মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) আর ৫ ফেব্রুয়ারীর টিকিট পেয়েছেন কামিন্স। বাকি আফতাব আলম ও মার্ক দেয়ালকে দ্রুত টিকিট দেয়ার আশ্বাস দেয়া হয়েছে দলটির এক বিবৃতিতে।  

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়