Apan Desh | আপন দেশ

অনুশীলনে অংশ নিতে ঢাকায় আসছেন হামজা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:০০, ৫ ফেব্রুয়ারি ২০২৫

অনুশীলনে অংশ নিতে ঢাকায় আসছেন হামজা

ফুটবলার হামজা চৌধুরী

বাংলাদেশের হয়ে অভিষেক হওয়ার আগেই বিশাল এক ভক্ত বাহিনী পেয়েছেন হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশি বংশোদ্ভূত এ ইংলিশ ফুটবলারকে লাল সবুজ জার্সিতে খেলার ছাড়পত্র দিয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। আগামী মার্চে ভারতের বিপক্ষে অভিষেক হতে যাচ্ছে তার। তবে হামজাকে দেখার জন্য এত সময় অপেক্ষা করতে হবে না ভক্তদের। অনুশীলনে অংশ নিতে চলতি ফেব্রুয়ারিতে ঢাকায় আসছেন হামজা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এ তথ্য জানিয়েছে। 

বাফুফে জানিয়েছে, আগামী ২৫ মার্চ ভারতের এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ম্যাচ সামনে রেখে ২৮ ফেব্রুয়ারি ঢাকায় ক্যাম্প শুরু হবে। ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা হামজা চৌধুরীকে শুরু থেকেই পাওয়া যাবে অনুশীলনে। দেশে কয়েক দিনের অনুশীলন শেষে সৌদি আরবে যাবে বাংলাদেশ দল। হাভিয়ের কাবরেরার অধীনে সেখানে সপ্তাহ দেড়েক চলবে প্রস্তুতি। তারপর ঢাকায় ফিরে ভারতের উদ্দেশে রওনা হবে দল।

শিলংয়ের এ স্টেডিয়ামে ফিফা স্বীকৃত কোনও আন্তর্জাতিক ম্যাচ এখনও হয়নি। এ কারণে বাংলাদেশ-ভারত ম্যাচ আয়োজনের জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) অনুমোদন প্রয়োজন ছিল। এএফসি স্টেডিয়ামটি পর্যবেক্ষণ করে অনুমতি দেয়ায় তাতে প্রথম ম্যাচ হতে যাচ্ছে।

বাংলাদেশ জাতীয় ফুটবল দল ১৯৮০ সালেই কেবল এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল। এবারের বাছাই পর্বে বাংলাদেশ পড়েছে ভারত, সিঙ্গাপুর ও হংকংয়ের গ্রুপে। গ্রুপ চ্যাম্পিয়ন হলে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়