Apan Desh | আপন দেশ

রাবিপ্রবিতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

রাঙামাটি প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:২৬, ৫ ফেব্রুয়ারি ২০২৫

রাবিপ্রবিতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ছবি: আপন দেশ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলার উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো. আতিয়ার রহমান।

এসময় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগ পরিচালনা কমিটির আহবায়ক ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।  

উদ্‌বোধনী অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর বলেন, খেলাধুলার মাধ্যমে একজন শিক্ষার্থী বিভিন্ন অসুস্থ জিনিস থেকে দূরে থাকতে পারে। যে যতবেশি খেলাধুলায় মনোযোগ দেয় সে ততবেশি বিভিন্ন ইতিবাচক ভূমিকা রাখতে পারে। সেজন্য পড়াশুনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। 

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সবার নানা ইতিবাচক ভূমিকার মাধ্যমে আমাদের এ বিশ্ববিদ্যালয়কে উন্নতির শিখরে নিয়ে যেতে হবে। 

তিনি আরও বলেন, শিক্ষার্থীদেরকে সমাজের প্রতিটা মানুষের কাছে খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সবার সঙ্গে ভালো আচরণ করতে হবে। সবার সাথে ইতিবাচক চর্চা করে ভালো কাজে মনোনিবেশ করতে হবে। যেন মানুষ বুঝতে পারে রাবিপ্রবি'র শিক্ষার্থীরা ইতিবাচক চর্চায় এগিয়ে যাচ্ছে।

আজ উদ্‌বোধনী দিনে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বনাম ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের ফুটবল খেলা দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রদের ফুটবল ও ছাত্রীদের হ্যান্ডবল খেলা চলবে। আগামী ১৮ ফেব্রুয়ারি ছাত্রীদের হ্যান্ডবল খেলার ফাইনাল ও ছাত্রদের ফুটবল খেলার ফাইনাল ১৯ ফেব্রুয়ারি কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়