Apan Desh | আপন দেশ

বিপিএল ফাইনালের টিকিট নিয়ে কাড়াকাড়ি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৩, ৬ ফেব্রুয়ারি ২০২৫

বিপিএল ফাইনালের টিকিট নিয়ে কাড়াকাড়ি

ছবি : আপন দেশ

দেখতে দেখতে শেষ প্রান্তে চলে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আর মাত্র একটি ম্যাচ, তারপরই পর্দা নামবে ঘটনাবহুল একাদশ আসরের। পরিবর্তনের লক্ষ্য নিয়ে শুরু হওয়া এ ফ্র্যাঞ্চাইজি লিগে উল্টো বিতর্ক ছড়িয়েছে নানা কাণ্ডে। স্পট ফিক্সিং ও খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ না করা ছিল বিতর্কের অন্যতম ইস্যু। তবে ইতিবাচক দিক হলো টিকিট বিক্রিতে আগের সব আসর ছাড়িয়ে গেছে এবার।

সব বিতর্ক মাড়িয়ে শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) হতে যাচ্ছে এবারের বিপিএলের ফাইনাল। শিরোপা লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে চিটাগং কিংস। টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের সুযোগ এসেছে তামিম ইকবালের দলের সামনে। 

প্রথম কোয়ালিফায়ারে না জিতেও দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে বিপিএলের ফাইনালে উঠেছে চট্টগ্রাম। টানা দুই জয়ে এলিমিনেটরে আসে খুলনা। সেখানেও জয় পায় দলটি। তবে কোয়ালিফায়ারে ইনিংসের শেষ বলে ৪ মেরে জয় তুলে নেয় চট্টগ্রাম।

বিপিএলের ফাইনাল ম্যাচ রাখা হয়েছে সন্ধ্যা সাতটায়। টিভিতে বিপিএল ফাইনাল দেখা যাবে টি-স্পোর্টসে। স্টেডিয়ামে বসে ফাইনাল দেখতে অনলাইন, মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখা ও অল্প কিছু সংখ্যক টিকিট মিরপুর স্টেডিয়াম সংলগ্ন বুথে বিক্রি শুরু হয়েছে বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি)।

টিকিট নিয়ে রীতিমত কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। মিরপুরে টিকিট প্রত্যাশীদের বিশাল লাইন। তারা জানেন সবাই টিকিট পাবেন না। তবু এসে লাইনে দাঁড়িয়েছেন আশায়।

এদিকে এবার মাঠে দর্শক উপস্থিতি রেকর্ড গড়েছে। ডিজিটাল পদ্ধতিতে টিকিট কাটায় লাভবান হয়েছে বিসিবিও। টিকিট বিক্রি থেকে আয়ে ছাড়িয়ে গেছে অতীতের সব রেকর্ড। এরই মধ্যে, শুধু টিকিট বিক্রি করেই ক্রিকেট বোর্ডের আয় ছাড়িয়েছে ১০ কোটি টাকা।

মাঠে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঢাকা-চট্টগ্রাম কিংবা সিলেট, সব ভেন্যুতেই টিকিট নিয়ে রীতিমতো কাড়াকাড়ি হয়েছে। মিরপুরে খেলা দেখার টিকিট না পেয়ে কাউন্টারে আগুন দেন ক্ষুব্ধ দর্শকরা। ভাঙচুর চালান বিসিবির প্রধান গেইটেও। পরিস্থিতি সামাল দিতে কিছু হিমশিম ঠিকই খেতে হয়েছে বিসিবিকে, কিন্তু সঙ্গে পেয়েছে সুফলও।
 
অতীতে বিপিএলের টিকিট বিক্রি থেকে সর্বোচ্চ ৪ কোটি টাকা আয় করেছিল বিসিবি। তবে এবার ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড। বিপিএলের এখনো ফাইনাল বাকি। টিকিট বিক্রি থেকে আয় বাড়ায় এরই মধ্যে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপের প্রাইজমানি বাড়িয়েছে বিসিবি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়