
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর থেকেই একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। যার বেশিরভাগই পড়ছে বিতর্কের মুখে। এবার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি। শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) বিবিসির অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসি বলছে, ট্রাম্প আইসিসি ওপর নিষেধাজ্ঞা জারি ছাড়াও অভিযোগ করেছেন যে এ সংস্থা আমেরিকা এবং আমাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে লক্ষ্য করে অবৈধ এবং ভিত্তিহীন পদক্ষেপ নিচ্ছে।
ট্রাম্পের এ নির্বাহী আদেশের পর এখন মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে আইসিসির তদন্তে যারা সহযোগিতা করেছেন তাদের এবং তাদের পরিবারের বিরুদ্ধে অর্থনৈতিক ও ভিসা নিষেধাজ্ঞা জারি করা হবে।
নির্বাহী আদেশে বলা হয়েছে, আইসিসি বিপজ্জনক নজির স্থাপন করেছে। আইসিসির পদক্ষেপের ফলে মার্কিনিরা বিপদে পড়েছে। সেসঙ্গে মার্কিনিরা হয়রানি, খারাপ আচরণ ও গ্রেফতারের আশঙ্কার মধ্যে রয়েছে।
ট্রাম্পের শপথ অনুষ্ঠানের পর হোয়াইট হাউজে গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দুইদিন আগেই নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। এরপরেই ট্রাম্প এ নির্বাহী আদেশে সই করলেন।
এর আগে আইসিসি বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।