Apan Desh | আপন দেশ

বিপিএল ট্রফি

বরিশালের লঞ্চে, না চিটাগংয়ের পোর্টে?

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:২২, ৭ ফেব্রুয়ারি ২০২৫

বরিশালের লঞ্চে, না চিটাগংয়ের পোর্টে?

ছবি : আপন দেশ

দেখতে দেখতে ফুরিয়ে এলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের আয়ু। মাসব্যাপী জমজমাট লড়াই শেষে ফাইনালের অপেক্ষায় এ ফ্যাঞ্জাইজি টুর্নামেন্ট। ৭ দলের প্রতিযোগিতায় শিরোপার লড়াইয়ে টিকে আছে দুই দল। এ দুই দলের মধ্যে যে কোনো এক দলের হাতে উঠবে এবারের শিরোপা। শিরোপার দৌড়ে টিকে আছে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয়ে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মুখোমুখি হবে দুদল। 

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। শুরু থেকেই ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামে ফরচুন বরিশাল। বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন দলটি। এবারও দল গড়েছে সেরা হওয়ার মতোই। তাদের পক্ষে বাজি ধরার লোকের অভাব নেই। নিজেদের সক্ষমতা পুরো আসরে প্রমাণ করে ফাইনালে উঠেছে বরিশাল।

এবার বিপিএল ড্রাফটের সময় সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল গড়েছিল ফরচুন বরিশাল। তারই প্রমাণ দিয়ে তামিম ইকবালরা এখন ফাইনালে। টানা দ্বিতীয়বার বরিশালের ‘লঞ্চে’ বিপিএল শিরোপা তুলতে মরিয়াও তারা।

চিটাগং কিংস এর আগে কখনও বিপিএল জেতেনি। চিটাগং ফ্র্যাঞ্চাইজি সবমিলিয়ে প্লে-অফ খেলেছে ৪বার। সেরা সাফল্য ২০১৩ সালের ফাইনাল খেলা, সেবার ঢাকার কাছে হেরেছিল তারা। প্রথমবার চিটাগংয়ের ‘পোর্ট’-এ বিপিএল শিরোপা নেয়ার চ্যালেঞ্জ তাদের। এজন্য  ফাইনালে হারাতে হবে বর্তমান চ্যাম্পিয়ন বরিশালকে।

ফাইনালের আগের দিন বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বরিশাল অধিনায়ক তামিম ইকবাল বলেন, আমাদের দলের সবচেয়ে ভালো দিক হচ্ছে, সবাই ফুরফুরে মেজাজে আছে। আমরা জানি আমাদের কী করতে হবে। এখন দেখার বিষয় এটাই যে, মাঠে কতটুকু বাস্তবায়ন করতে পারি। যদি আমরা ঠিকঠাক কাজ করতে পারি, মনে হয় ইতিবাচক ফল আসবে।

বরিশালের হয়ে খেলতে পারায় নিজেদের ভাগ্যবান জানিয়ে তামিম বললেন, আমরা খুবই ভাগ্যবান যে আমরা এ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলি। চিটাগং, সিলেট, ঢাকা যখন যেখানে যে ম্যাচই আমরা খেলি গ্রুপ পর্ব হোক কোয়ালিফায়িং হোক বরিশালের দর্শক সবসময় ছিল। আমরা অনেক ভাগ্যবান। এটাই আমরা বিপিএল নিয়ে স্বপ্ন দেখেছি। একেকটা দলের আলাদা ফ্যানবেইজ থাকবে। যা বরিশাল সফলভাবে করতে পেরেছে গত দুই বছরে।

এদিকে প্রায় এক যুগ পর আক্ষেপ দূর করে ফাইনালে উঠেছে চিটাগং কিংস। শেষ ওভারের রোমাঞ্চে আলিস আল ইসলামের বীরত্বে ২ উইকেটে খুলনা টাইগার্সকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে চিটাগং কিংস। এবার আর খালি হাতে ফিরতে চায় না তারা। ফাইনালের আগে দলটির প্রধান কোচ শন টেইট জানিয়েছেন শামীম হোসেন পাটোয়ারির ব্যাটিং তাদের আত্মবিশ্বাস দিয়েছে বেশি। বিশেষ করে দলটির উপরের সারির ব্যাটারদের। 

শামীমের ব্যাটিংয়ের প্রশংসা করে টেইট বলেছেন, আপনি যদি শামীম পাটোয়ারির কথাই ধরুন সে ছয় নম্বর পজিশনে খেলেছে। সে সামনের দিকের ব্যাটারদের দারুণ আত্মবিশ্বাস দিয়েছে। আপনি দেখেছেন তার মতো ব্যাটার কতটা ধ্বংসাত্মক হতে পারে। তাকে বল করা খুবই কঠিন। সে আমাদের দারুণ আত্মবিশ্বাস দিয়েছে। আমার মনে হয় আমাদের ভালো বোলিং আক্রমণও রয়েছে। সব সময় আপনি সবকিছু পাবেন না।

তবে বরিশালকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবেই মানছেন চিটাগং কোচ। বরিশাল দলেও অনেক মানসম্পন্ন ক্রিকেটার আছেন। তাই ফাইনালের আগে প্রতিপক্ষের প্রতি সম্মান দেখিয়েছেন সাবেক এই অজি পেসার। তবে প্রতিপক্ষের ব্যাপারে খুব বেশি কথা বলতে চান না ফাইনালের আগে। টেইট বলেছেন, অবশ্যই ভালো দল। তাদের দলে অবশ্যই ভালো কিছু মানসম্পন্ন ক্রিকেটার আছে। আমি তাদের নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। আমি শুধু এটা আমাদের মধ্যেই রাখতে চাই।

সবমিলিয়ে, দুদলের সামনেই সুযোগ শিরোপা জয়ের। বরিশালের লক্ষ্য দ্বিতীয়বার নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেয়া। চিটাগং চাইবে বিপিএলে প্রথমবার নিজেদের সেরা হিসেবে প্রতিষ্ঠিত করতে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়