Apan Desh | আপন দেশ

টসে জিতে ফিল্ডিয়ের সিদ্ধান্ত বরিশালের

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৫, ৭ ফেব্রুয়ারি ২০২৫

টসে জিতে ফিল্ডিয়ের সিদ্ধান্ত বরিশালের

বিপিএলএ ফাইনাল

বিপিএলএ’র ১১তম শিরোপা কার হাতে উঠবে, ফরচুন বরিশাল নাকি চিটাগং কিংসের হাতে? আর কয়েক ঘণ্টা পরেই এর উত্তর মিলবে। এদিকে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবালের বরিশাল। তারা চিটাগং কিংসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন।

বরিশাল টানা দ্বিতীয়বার বিপিএল ফাইনালে খেলছে। সব মিলিয়ে চার মৌসুমে এটি তাদের তৃতীয় ফাইনাল। অপরদিকে, ২০১৩ সালে শেষবার চিটাগংকে বিপিএলে দেখা গিয়েছিল। ওইবারও তারা ছিল ফাইনালিস্ট। বরিশাল ও চিটাগং এ আসরে তিনবার মুখোমুখি হয়েছে। প্রথম কোয়ালিফায়ারে চিটাগংকে ৯ উইকেটে হারিয়েছিলো বরিশাল। লিগ পর্বে দুদলই একটি করে ম্যাচ জিতেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার চ্যাম্পিয়নদের জন্য আড়াই কোটি টাকা প্রাইজমানি ঘোষণা করেছে। গত আসরের চেয়ে এবার ৫০ লাখ বেশি। আর রানার্সআপ পাবে দেড় কোটি টাকা। গত বছরের চেয়ে এক কোটি টাকা বেশি।

এছাড়া বিপিএল এর প্রথমবার তৃতীয় ও চতুর্থ দল যথাক্রমে ৬০ লাখ ও ৪০ লাখ টাকা পাবে। প্রথমবার উদীয়মান খেলোয়াড়কেও পুরস্কার দেয়া হবে।

এছাড়া বাংলাদেশ আইকন তামিম ইকবালকে দেয়া হবে বিশেষ স্মারক। তামিমের ১৭ বছরের ক্যারিয়ারকে স্বীকৃতি দিতে আজকের পুরস্কার প্রদানের আগে এটি তাকে দেয়া হবে।

বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), তাওহীদ হৃদয়, ডেভিড মালান, মুশফিকুর রহিম, ,মাহমুদউল্লাহ, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী, রিশাদ হোসেন, ইবাদত হোসেন, তানভীর ইসলাম, মোহাম্মদ আলী।

চিটাগং একাদশ: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, খাজা নাফায়, হুসেইন তালাত, শামীম হোসেন, গ্রাহাম ক্লার্ক, বিনুরা ফার্নান্ডো, আরাফাত সানি, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নাঈম ইসলাম।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়