Apan Desh | আপন দেশ

শিরোপা জিততে বরিশালের লক্ষ্য ১৯৫

 ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৬, ৭ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২১:১৯, ৭ ফেব্রুয়ারি ২০২৫

শিরোপা জিততে বরিশালের লক্ষ্য ১৯৫

বিপিএল ফাইনাল

বিপিএলএ’র ১১তম শিরোপা জিতততে ফরচুন বরিশালের প্রয়োজন ১৯৫ রান। শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) টস জিতে চিটাগংকে ব্যাট করার আমন্ত্রণ জানান ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। জবাবে ২০ ওভার শেষে ফরচুন বরিশালকে ১৯৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে চিটাগং।

এদিন আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারকুটে পারভেজ হোসেন ইমন। শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন তিনি। ৪৯ বল মোকাবেলা করে খেললেন ৭৮ রানের অনবদ্য ইনিংস। তার এ রানের ওপর ভর করে টস হেরে ব্যাটিংয়ে নেমে চিটাগাংকে উড়ন্ত সূচনা এনে দেয়। দু্ই ওপেনার খাজা নাফে ও পারভেজ হোসেন ইমনের ব্যাটিং তাণ্ডবে নিজেদের সহজাত বোলিংটা করতে পারছিলেন না বরিশালের বোলাররা।

এদিন বিপিএল ফাইনালের ইতিহাসে রেকর্ড গড়েছেন চিটাগংয়ের উদ্বোধনী জুটি। এ জুটি ১২১ রান যোগ করেন।

যা ফাইনালে সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল বরিশালেরই। সর্বশেষ টুর্নামেন্টে ৭৬ রানের জুটি গড়েছিলেন তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ। রেকর্ড জুটি গড়ার পথে ফিফটিও করেছেন খাজা-ইমন।

৬৬ রানে ইবাদত হোসেনের বলে খাজা আউট হলেও ইমনের আক্রমণাত্মক ব্যাটিং বন্ধ হয়নি। ৭ চার ও ৩ ছক্কায় ইনিংসটি সাজান খাজা। দ্বিতীয় উইকেটে ইমন সঙ্গ দিতে আসা গ্রাহাম ক্লার্কও পিছিয়ে ছিলেন না। ১৯১.৩০ স্ট্রাইকরেটে খেলেছেন ৪৪ রানের ইনিংস। এ ব্যাটার ২ চার ও ৩ ছক্কা হাকান।

অন্যদিকে ওপেনিংয়ে নেমে ৭৮ রানে অপরাজিত থাকেন ইমন। ৪৯ বলের ইনিংসটি সাজিয়েছেন ৪ ছক্কা ও ৬ চারে। তার ও খাজার ফিফটিতে চিটাগাংয়ের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১৯৪ রান। প্রথমবার চ্যাম্পিয়ন হতে চিটাগাংয়ের বোলাররা কাজটা এখন ঠিকঠাক করতে পারলেই হবে। তবে সেই সুযোগ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল দেবে কিনা সেটাই এখন দেখার বিষয়।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়