
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও তামিম ইকবাল
চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার একদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। বিপিএলের শিরোপা মঞ্চে দেশ সেরা এ ব্যাটারকে বিদায়ী সম্মাননা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাতে মাঠ থেকে বিদায় নেওয়ার একটা আক্ষেপ মিটে গেল তামিমের।
শ্রক্রবার (০৭ ফেব্রুয়ারি) রাতে তামিমকে সম্মান সূচক জার্সির স্মারক উপহার তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির ফরম্যাট ভেদে তিনটি জার্সি একই ফ্রেমে বাঁধাই করে দেয়া হয়েছে। বলার অপেক্ষা রাখে না তিনটি জার্সি তামিমেরই। সে জার্সিগুলোতে আবার তামিমের ক্যারিয়ার পরিসংখ্যান সোনালী হরফে লেখা।
তবে ওই ছোট বিদায়ী অনুষ্ঠানে তামিমকে দেয়া উপহার নয় নজর কেড়েছে তার কথা। দেশের ক্রিকেটকে শেষ করে দেওয়া ভক্ত – বিভক্তি থামানোর অনুরোধ জানিয়ে নিজের শেষ বার্তা দিলেন সাবেক এ অধিনায়ক ।
একটা সময় শুধু বাংলাদেশ ক্রিকেট দলের ভক্ত ছিল। দেশের ক্রিকেটারদের সঙ্গে তারাও একসঙ্গে গর্জে উঠতো। তবে গত কয়েক বছর যাবত ভক্তরা হয়েছেন বিভক্ত। তামিম, সাকিব, মাশরাফির নামে আলাদা ভক্তকুল তৈরি হয়েছে। এসব ভক্তকুল আবার অপর ক্রিকেটারের ভালো নয় বরং খারাপটাই কামনা করেন।
সাকিব ফ্লপ করলে খুশি হচ্ছেন তামিমের ভক্তরা আবার এর উল্টোটা হচ্ছে। একই ক্রিকেটার বিপদে পড়লেও খুশি হচ্ছেন অপরপক্ষের ভক্তরা। সমালোচনা, ব্যঙ্গ, ঝগড়া লেগে যাওয়া এমনকি ক্রিকেটারদের পরিবারকে নিয়েও মজা করছেন অপরপক্ষের ভক্তরা। বিশেষ করে তামিম-সাকিবের বেলাতেই এ অবস্থাটা বেশি।
তামিম বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কাছে এসব থামানোর বার্তা দিয়েছেন। বিদায়ী মঞ্চে তিনি বলেছেন, এখানে তামিমিয়ান, সাকিবিয়ান, মাশরাফিয়ান বলতে কিছু নেই। সমর্থক বলতে একমাত্র বাংলাদেশের সমর্থক। এসব জিনিস বাংলাদেশের ক্রিকেট ধ্বংস করেছে। প্লিজ, আপনারা এসব বন্ধ করুন।
তামিম বলেন, আপনারা আমার ভক্ত হতে পারেন, সাকিবের ভক্ত হতে পারেন, মাশরাফির ভক্ত কিংবা অন্য কারও ভক্ত হতে পারেন। আমরা সবাই একজন বাংলাদেশি হিসেবে খেলি। এসব বন্ধ করুন। কারণ এগুলো তরুণ প্রজন্মকে ধ্বংস করছে। আপনাদের জন্য এটাই আমার শেষ বার্তা। আমরা সবাই বাংলাদেশি, এর বাইরে কিছু না। প্লিজ, দলকে সমর্থন করুন।
এদিন ফরচুন বরিশালকে টানা দ্বিতীয় শিরোপা এনে দিয়েছেন তামিম ইকবাল। নিজে হয়েছেন ফাইনাল সেরা। আগামী মাসে ভারতে অনুষ্ঠিত লিজেন্ডস লিগ ক্রিকেট তামিমের পরবর্তী অ্যাসাইনমেন্ট। ওই আসরে খেলছেন সাকিব আল হাসানও। তাদের দেখা হলে কথা হবে কিনা তা জানতে অপেক্ষা করতে হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।