
সেভিয়াকে উড়িয়ে বার্সেলোনার খেলোয়াড়দের উল্লাস
স্প্যানিশ লা লিগার লড়াই জমিয়ে দিল বার্সেলোনা। আগের দিন ডার্বি ম্যাচে ড্র করে পয়েন্ট নষ্ট করেছিল দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। সে সুযোগটাই কাজে লাগাতে ভুল করেনি হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। স্থানীয় সময় রোববার (০৯ ফেব্রুয়ারি) ধুঁকতে থাকা সেভিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে অ্যাটলেটিকোর ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে কাতালুনিয়ারা।
স্কোর দেখে সহজ মনে হলেও জয় পেতে যথেষ্ট ঘাম ঝড়াতে হয়েছে বার্সেলোনার খেলোয়াড়দের। একজন কম নিয়ে খেলে পাওয়া তিন পয়েন্টে শীর্ষ দল রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান ঘুচিয়েছে তারা।
এ জয়ে তিনে থাকা বার্সার মোট পয়েন্ট ৪৮, দ্বিতীয় দল অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে এক এবং শীর্ষ দল রিয়াল মাদ্রিদের থেকে দুই পয়েন্ট দূরত্বে তারা। আগের দিন দুই মাদ্রিদের ১-১ গোলে ড্রয়ের সুযোগের সদ্ব্যবহার করলো হ্যান্সি ফ্লিকের দল।
রবার্ট লেভানডোভস্কি সপ্তম মিনিটে গোলমুখের খুব কাছ থেকে লক্ষ্যভেদী শটে বার্সাকে এগিয়ে দেন। কিন্তু এক মিনিট পর কাউন্টার অ্যাটাক থেকে স্বাগতিক দর্শকদের উল্লাসে মাতান রুবেন ভারগাস।
দুই দল সমতায় থেকে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধের দুই মিনিট পর বদলি খেলোয়াড় ফারমিন লোপেজের গোলে ফের এগিয়ে যায় বার্সা। বক্সের বাইরে থেকে ৫৬তম মিনিটে চমৎকার স্ট্রাইকে ব্যবধান বাড়ান রাফিনিয়া।
পাঁচ মিনিট পর জিব্রিল শোকে পদাঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন লোপেজ। ১০ জন নিয়ে বাকি সময় খেলেও সেভিয়াকে আটকে রাখতে সফল হয় বার্সা। এবং ৮৯তম মিনিটে এরিক গার্সিয়ার হেডে চতুর্থ গোলও করে।
৬২ মিনিটের মাথায় জিব্রিল শোকে পদাঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন লোপেজ। কিন্তু পরে অনেকক্ষণ ধরে ভিএআর চেক করে সিদ্ধান্ত বদলে লাল কার্ড দেখানো হয়। তবে দশজন হয়েও দমে যায়নি বার্সা, কোনও গোলও হজম করেনি আর। শেষে ৮৯ মিনিটে রাফিনিয়ার ফ্রি কিকে হেড দিয়ে দলের হয়ে চতুর্থ গোলটি করেন এরিক গার্সিয়া।
একটা সময় লা লিগা জয়ের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। এ জয়ে খেতাবি লড়াইয়ে ফিরল তারা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।