
ছবি : সংগৃহীত
সমীকরণ সামনে রেখেই কনমেবল অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ম্যাচে কলাম্বিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। বয়সভিত্তিক ফুটবলে দক্ষিণ আমেরিকা অঞ্চলের শ্রেষ্ঠত্ব প্রমাণের টুর্নামেন্টের শিরোপা দৌড়ে টিকে থাকার লড়াইও ছিল এটা। এমন গুরুত্বপুর্ণ ম্যাচে জয় পেয়েছে মেসি-মারিয়ার উত্তরসরীরা। তবেকলম্বিয়া যুবদলকে হারাতে বেশ কষ্টই করতে হয়েছে এচেভেরিদের।
ফাইনাল রাউন্ডের প্রথম ম্যাচ চিলির বিপক্ষে জয় দিয়ে শুরু করেছিল আলবিসিলেস্তেরা। দ্বিতীয় ম্যাচে উরুগুয়ে অনূর্ধ্ব-২০ দলকে হারানোর পর তৃতীয় ম্যাচেও জিতে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো আর্জেন্টিনার যুবারা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোরে সাড়ে চারটায় মাঠে নামে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল। কলম্বিয়াকে হারানোর ম্যাচে জয়সূচক একমাত্র গোলটি করেছেন ইয়ান সুবিয়াব্রে। ম্যাচের ৮৬ মিনিটে এই কিশোরের পা থেকে আসে জয়সূচক গোলটি।
এদিকে টানা তিন জয়েও ফাইনাল রাউন্ডের পয়েন্ট তালিকার শীর্ষে উঠতে পারেনি আর্জেন্টিনা। এদের মতো তিনটি ম্যাচই জিতে সমান ৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে ব্রাজিল।
দশ জাতির এই টুর্নামেন্টে প্রথমে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলছিল লাতিন আমেরিকার দলগুলো। যেখান থেকে উভয় গ্রুপের সেরা তিনটি করে দল দিয়ে অনুষ্ঠিত হচ্ছে ফাইনাল রাউন্ডের খেলা। রাউড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে পাঁচটি করে ম্যাচ। শেষ পর্যন্ত এই গ্রুপের শীর্ষে থাকা দল জিতে নিবে শিরোপা।
তাছাড়া ফাইনাল রাউন্ড থেকেই বাছাই করে নেয়া হবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপের দল। ৬ দলের মধ্যে শীর্ষে থাকা চারটি দল পাবে বিশ্বকাপে খেলার টিকেট। সেই পথে টানা তিন জয় জায়গা নিশ্চিত করলো আর্জেন্টিনা।
আপন দেশ/জেডআেই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।