Apan Desh | আপন দেশ

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাতে দুবাই যাচ্ছেন শান্তরা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৪:০৭, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাতে দুবাই যাচ্ছেন শান্তরা

বাংলাদেশ ক্রিকেট দল

ক্রিকেটপ্রেমীদের অপেক্ষার অবসান হতে চলেছে শিগগিরই। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর সপ্তাহও বাকি নেই। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠছে আইসিসির এ বৈশ্বিক টুর্নামেন্টের। তবে বাংলাদেশ মাঠে নামবে পরের দিন ২০ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ ভারত, ভেন্যু সংযুক্ত আরব আমিরাতের দুবাই। ঠিক এক সপ্তাহ আগে দেশ ছাড়ছেন নাজমুল হোসেন শান্তরা।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় দুবাইয়ের উদ্দেশে বিমানে উঠবে টাইগাররা। সেখানে আগামী ১৭ ফেব্রুয়ারি একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। দেশ ছাড়ার আগে বুধবার (১২ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটোসেশন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখানে অংশ নেন ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সকল সদস্য।

আরও পড়ুন<<>>‘ভক্তদের শঙ্কা দূর করলেন সৌম্য

তারপর সংবাদ সম্মেলনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের লক্ষ্যর কথা জানান শান্ত। বাংলাদেশ অধিনায়খ বলেন, আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। একইসঙ্গে বাড়তি কোনো চাপ অনুভব করছেন না জানিয়ে শান্ত বলেন, আমার কাছে বাড়তি চাপ মনে হয় না। ৮ দলই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার, কোয়ালিটি টিম। আমাদের দলের ওই সামর্থ্য আছে আমি বিশ্বাস করি। বাড়তি চাপ কেউ অনুভব করবে না। সবাই এটাই (চ্যাম্পিয়ন হতে) চায় মনেপ্রাণে, বিশ্বাস করে নিজেদের সামর্থ্য আছে।

তিনি বলেন, আমাদের রিজিকে আল্লাহ কী লিখে রেখেছেন জানি না। আমরা মেহনত করছি, সততার সঙ্গে কাজ করছি। প্রত্যেকে বিশ্বাস করি লক্ষ্যে পৌঁছাতে পারব।

আট বছর পর মাঠে গড়াতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ। ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেস ম্যাচ খেলবে লাল সবুজ দল।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়