Apan Desh | আপন দেশ

অমীমাংসিত আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ, চ্যাম্পিয়ন হবে কারা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:৪৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

অমীমাংসিত আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ, চ্যাম্পিয়ন হবে কারা

আর্জেন্টিনা-ব্রাজিল

জমে উঠেছে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। এতে শিরোপা জয়ের অপেক্ষা বেড়েছে দুদলেরই।

আগামী রোববার নির্ধারণ হবে কোন দল চ্যাম্পিয়ন হবে। আর্জেন্টিনা না ব্রাজিল। কার হাতে উঠবে শিরোপা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকালে চূড়ান্ত পর্বের ম্যাচটি ছিল ব্রাজিলের জন্য প্রতিশোধের ম্যাচ। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তারা।

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। দুদলেরই ১০ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ব্রাজিল শীর্ষে, দুইয়ে আলবিসেলেস্তেরা।

এদিনের ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ ছিল। যারা জিততো, তারাই চ্যাম্পিয়ন হয়ে যেতো। কিন্তু কেউ কাউকে ছাড় দিতে চায়নি। ফলে অমীমাংসিতই থেকে গেছে হাইভোল্টেজ লড়াইটি।

রোববার ব্রাজিল খেলবে চিলির বিপক্ষে এবং আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। ওই দুই ম্যাচের ফলের ওপর নির্ভর করছে শিরোপা কার ঘরে যাবে।

আপন দেশ/এমএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়