Apan Desh | আপন দেশ

এমএলসি থেকেও বাদ সাকিব

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৮, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১২:২২, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

এমএলসি থেকেও বাদ সাকিব

সাকিব আল হাসান। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান। আসন্ন মৌসুমের আগে দলটি জেসন রয়, ডেভিড মিলার, অ্যাডাম জাম্পা, প্যাট কামিন্স ও ট্রাভিস হেডকেও ছেড়ে দিয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) এমএলসির দলগুলো নিজেদের রিটেইন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে। নাইট রাইডার্স তাদের স্কোয়াডে সাকিবকে রাখেনি।

২০২৪ মৌসুমে নাইট রাইডার্সের হয়ে মাত্র ৪ ম্যাচ খেলেছিলেন সাকিব। পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না—ব্যাট হাতে ৬০ রান, বল হাতে মাত্র ১ উইকেট।

গত নভেম্বরে আবুধাবি টি-১০ লিগে খেলার পর থেকে মাঠের বাইরেই রয়েছেন তিনি। ভারতের লিজেন্ড ৯০ লিগে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটি হয়নি। জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছেন গত অক্টোবরে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে।

বর্তমানে আইসিসির নিষেধাজ্ঞার কারণে সাকিব বোলিং করতে পারছেন না। ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এমএলসির প্লেয়ার্স ড্রাফটে তিনি থাকলেও শুধুমাত্র ব্যাটার হিসেবে তাকে কোনো দল নেবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়