
নাজমুল হাসান শান্ত
ক্রিকেট প্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে বুধবার (১৯ ফেব্রুয়ারি) মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। উদ্বোধনের পরের দিন মাঠে নামবে বাংলাদেশ দল। তার আগে নিজেদের পরখ করার ম্যাচে পাকিস্তান শাহিনসের মুখোমুখি হয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। তবে টাইগারদের জন্য সেটি মোটেও সুখকর হয়নি।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে অনুষ্ঠিত প্রস্তুতিমুলক ম্যাচে ৭ উইকেটে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। মুল ম্যাচে মাঠে নামার আগেও ব্যাটিং ব্যর্থতা অব্যাহত রয়েছে বাংলাদেশ দলের্
ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ৩৮.২ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ফেলে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ। ২০২ রানে শেষ হয় তাদের ইনিংস। জবাব দিতে নেমে ৪১ ওভারে এ রান তাড়া করে ফেলে শাহিনস।
আরও পড়ুন<<>>ছেলের সঙ্গে জাতীয় দলে খেলতে চান নবী
তৃতীয় বলে তানজিদ হাসান তামিমকে হারিয়ে শুরু হয় বাংলাদেশের ইনিংস। তিনে নেমে নাজমুল হাসান শান্ত সঙ্গ দেন সৌম্য সরকারকে। যদিও ধীরগতিতে ব্যাট চালাতে থাকেন তিনি। তবুও টেকেননি বেশিক্ষণ। ২১ বলে ১২ রান করে ফেরেন সাজঘরে। সৌম্যর কপাল পুড়ে রান আউটে। ৩৮ বলে ৩৫ রান করেন তিনি।
চারে নামা মিরাজ একপ্রান্তে লড়াই চালান। অপরপ্রান্তে তাওহীদ হৃদয় এসে যোগ করেন ২০ রান। এরপর মুশফিকুর রহিম ৭ রান করে উসামা মিরের শিকার হন। পাকিস্তানি এ বোলার শিকার করেন মিরাজকেও। দলের হয়ে ৫৩ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন এ ব্যাটার। আটে নেমে ব্যর্থ হন জাকের আলি। স্রেফ ৪ রান করেন তিনি। রিশাদের ব্যাট থেকে আসে ১৪ রান।
নয়ে নেমে তানজিম সাকিব কিছুক্ষণ লড়াই চালান। ২৭ বলে ৩০ রান করেন তিনি। শেষদিকে নাসুম আহমেদের ব্যাট থেকে আসে ১৫ রান। আর ৭ বলে ৪ রান করে অপরাজিত থাকেন তাসকিন আহমেদ। পাকিস্তানের পক্ষে ৪ উইকেট নেন উসামা। তিনটি উইকেট নেন মুবাসসির খান।
রান তাড়ায় নেমে পাকিস্তানের শুরুটা অবশ্য খুব ভালো হয়নি। ১০ ওভারের মধ্যে তারা হারিয়ে ফেলে দুই উইকেট। নাহিদ রানা ও মিরাজ পান একটি করে উইকেট। পরে আরও একটি উইকেট হারায় শাহিনস। কিন্তু বাকি সময়টা আর উইকেট হারাতে হয়নি। ৪১ ওভারে তারা পৌছে যায় জয়ের বন্দরে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।