Apan Desh | আপন দেশ

চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠছে আজ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০:৫১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১১:১২, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠছে আজ

চ্যাম্পিয়ন্স ট্রফি ও লোগো

বিশ্বের ক্রিকেট প্রেমীদের অপেক্ষার অবসান হতে চলেছে। আর মাত্র কয়েক ঘণ্টা পরেই পর্দা উঠছে চ্যাম্পিয়ন্স ট্রফির। আইসিসির এই বৈশ্বিক টুর্নামেন্ট ঘিরে নবরূপে সেজেছে পাকিস্তান। প্রায় তিন দশক পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। এরইমধ্যে করাচি, লাহোর ও রাওয়ালপন্ডিকে নববধূর মতো সাজানো হয়েছে। 

নিরাপত্তাজনিত কারণে দীর্ঘদিন সেখানে আন্তর্জাতিক টুর্নামেন্ট বন্ধ ছিল। তাই এবার নিরাপত্তার প্রশ্নে ছাড় দিতে রাজি নয় দেশটি। পাঞ্জাবের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) উসমান আনোয়ার জানিয়েছেন, দেশি-বিদেশি খেলোয়াড়, কর্মকর্তা ও ক্রিকেট-ভক্তদের জন্য পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। 

তিনি জানান, লাহোরে নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৮ হাজারের বেশি পুলিশ সদস্য, যার মধ্যে থাকবেন ১২ জন সিনিয়র অফিসার, ৩৯ জন ডিএসপি, ৮৬ জন পরিদর্শক, ৭০০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা, ৬ হাজার ৬৭৩ জন কনস্টেবল এবং ১২৯ জন নারী পুলিশ। 

রাওয়ালপিন্ডিতে দায়িত্ব পালন করবেন ৫ হাজারের এরপর পৃষ্ঠা ২ কলাম ৬ বেশি পুলিশ সদস্য। এর মধ্যে থাকবেন ৬ জন সিনিয়র অফিসার, ১৫ জন ডিএসপি, ৫০ জন পরিদর্শক, ৫০০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা, ৪ হাজার কনস্টেবল এবং শতাধিক নারী পুলিশ সদস্য। 

আরও পড়ুন<<>>চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তদের ব্যাটিং ব্যর্থতা কাটবে

প্রথা অনুযায়ী স্বাগতিক আর বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে লড়াই। তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। গ্রুপ-এ এর এ ম্যাচটি অনুষ্ঠিত হবে করাচিতে। দিবারাত্রির ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায় ।

বলা যেতে পারে, সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজের ফাইনালের লড়াইটা যেন আবারও ফিরে এলো। যে ম্যাচে পাকিস্তানকে হারিয়ে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হলেও, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ফেভারিটের তকমা দেয়া হচ্ছে পাকিস্তানকে। কারণ দলটির ফর্ম। সবশেষ ১০ ওয়ানডেতে ৭টি জয় পেয়েছ রিজওয়ান-বাবররা। 

তবে দুর্বলতাও আছে পাকিস্তানের ব্যাটিংয়ে বিচ্ছিন্নভাবে ক্রিটেটাররা রান পেলেও ধারাবাহিকতার বড্ড অভাব। যে কারণে ক'দিন আগেই ত্রিদেশীয় সিরিজের ট্রফি হাতছাড়া করেছে দলটি। শুধু সালমান আলী আগা ছিলেন ব্যতিক্রম। তবে শাহীন আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহদের নিয়ে গড়া পেস ডিপার্টমেন্ট জ্বলে উঠলে যে কোনো দলকে হারাতে পারে পাকিস্তান। 

নিউজিল্যান্ডকেও পেছনে রাখার সুযোগ নেই। সবশেষ দুই ম্যাচেই পাকিস্তানকে হারিয়েছে ব্লাক ক্যাপরা। ত্রিদেশীয় সিরিজে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন কেন উইলিয়ামসন। বল হাতে ছন্দে আছেন দুই পেসার পিটার ও'রোর্ক ও ম্যাট হেনরি। 

তবে টপ অর্ডারে টম ল্যাথাম, রাচিন রবিন্দ্র, আর মিডল অর্ডারে ডারিল মিচেল রান পেলে নিউজিল্যান্ডের পক্ষে শিরোপা জেতা অসম্ভব নয়। ব্লাক ক্যাপদের তুরুপের তাস হতে অলাউন্ডার গ্লেন ফিলিপসও। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়