
টম লাথাম-উইল ইয়ং
দীর্ঘ আট বছর পর মাঠে গড়ালো মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়নস লিগ। এ লিগের অষ্টম আসরের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে উইল ইয়ং ও টম লাথামের দুর্দান্ত সেঞ্চুরিতে ৩২০ রানের বিশাল স্কোর গড়েছে নিউজিল্যান্ড।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) করাচিতে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। শুরুতেই ওপেনার ডেভন কনওয়ে (১০) ও অধিনায়ক কেইন উইলিয়ামসনের (১) উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। তবে উইল ইয়ং ও টম লাথামের দৃঢ়তায় দারুণ প্রতিরোধ গড়ে তোলেন নিউজিল্যান্ড।
ইয়ং ১১৩ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় ১০৭ রান করেন। অপরদিকে, ৯ চার ও ২ ছক্কায় ৯৫ বলে ১১৮ রানে অপরাজিত থাকেন লাথাম। শেষ দিকে গ্ল্যান ফিলিপসের ৩৯ বলে ৬১ রানের ঝড়ো ইনিংসের ওপর ভর করে ৫ উইকেটের বিনিময়ে ৩২০ রানের বিশাল স্কোর গড়ে ব্ল্যাকক্যাপসরা ।
এদিন পাকিস্তানের হয়ে নাসিম শাহ ও হারিস রউফ ২টি করে উইকেট নেনঅ পাশাপাশি আবরার আহমেদ নেন ১ উইকেট।
আজতের ম্যাচে নিউজিল্যান্ডের জোড়া সেঞ্চুরিতে একটি রেকর্ড হয়েছে। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে পঞ্চমবারের মতো এক ইনিংসে দুটি সেঞ্চরির নজির এটি।
এদিকে, নিউজিল্যান্ডের দেয়া ৩২১ রানের বিশাল চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে পাকিস্তান কীভাবে জবাব দেবে, সেটাই এখন দেখার বিষয়।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।