Apan Desh | আপন দেশ

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিষিদ্ধ হলেন বেলিংহাম

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪২, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিষিদ্ধ হলেন বেলিংহাম

সংগৃহীত ছবি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের দ্বিতীয় লেগে আজ (বৃহস্পতিবার) ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ইউরোপীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা হলেও এর মাঝে আলোচিত হচ্ছে লা লিগার একটি ঘটনা। আর তা হচ্ছে জ্যুড বেলিংহামকে লাল কার্ড দেখানো ও তার বিরুদ্ধে রেফারিকে গালি দেয়ার অভিযোগ। তারই জের ধরে এবার তাকে লা লিগার দুটি ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

২১ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডারকে ছাড়াই লা লিগার পরবর্তী দুটি ম্যাচ খেলতে হবে রিয়ালকে। যেখানে লস ব্লাঙ্কোসরা জিরোনা ও রিয়াল বেটিসের বিপক্ষে খেলবে। এ দুই ম্যাচে বেলিংহামকে নিষিদ্ধ করার কথা জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। যদিও দেশটির সংবাদমাধ্যমে চারের বেশি ম্যাচে নিষেধাজ্ঞার সম্ভাবনার কথা জানিয়েছিল। সে তুলনায় কম শাস্তি–ই পেলেন এ রিয়াল তারকা। 

এর আগে ১৫ ফেব্রুয়ারি লা লিগার ম্যাচে ওসাসুনার সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারায় রিয়াল মাদ্রিদ। সে ম্যাচের ৩৮ মিনিটে রেফারি হোসে মুনুয়েরা লাল কার্ড দেখান বেলিংহামকে। রেফারির উদ্দেশে তীর্যক মন্তব্য করেছিলেন রিয়ালের ইংলিশ মিডফিল্ডার জ্যুড বেলিংহাম। তার বদলে সরাসরিই দেখেছেন লাল কার্ড। ম্যাচের পরের প্রায় ১ ঘণ্টা রিয়াল খেলেছে একজন কম নিয়ে।  ম্যাচ পরবর্তী রেফারির প্রতিবেদন নিয়ে স্প্যানিশ দৈনিক এএস জানিয়েছে, রেফারির প্রতিবেদনে লেখা হয়েছে– ‘বেলিংহাম রেফারিকে “ফাক ইউ” বলেছেন’। শব্দটি গালি বা অপমানসূচক হিসেবে ব্যবহার হয়ে থাকে।

যদিও ম্যাচের পর বিষয়টি অস্বীকার করে স্প্যানিশ সম্প্রচার প্রতিষ্ঠান মুভিস্টার‍-প্লাসকে বেলিংহাম বলেন, ‘আমি রেফারির প্রতি সম্মান রেখেই বলেছি “ফাক অফ”।’ বেলিংহাম যে শব্দটি উচ্চারণ করেছেন, সেটি সাধারণত বিরক্তি বা ‘দূর হও’–জাতীয় কথা বোঝাতে ব্যবহার হয়। একই সুরে কথা বলেছেন রিয়াল কোচ আনচেলত্তি–ও, ‘বেলিংহামের লাল কার্ড নিয়ে যা হয়েছে, তিনি (রেফারি) ভালোভাবে বুঝতে পারেননি ইংরেজিটা। তাকে বলা মন্তব্যের মানে– আমাকে অবজ্ঞা করো না। এটি আক্রমণাত্মক কিছু নয়।

এ ছাড়া লা লিগার রেফারিদের নিয়ে আগে থেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসছেন রিয়াল কোচ। রেফারির দায়িত্বের পাশাপাশি মন্তেরো একটি পরামর্শ ও ক্রীড়া ব্যবস্থাপনা সংস্থা প্রতিষ্ঠা করেছেন। যার বিশাল গ্রাহক তালিকার মধ্যে রয়েছে লা লিগা, উয়েফা, আরএফইএফসহ বিভিন্ন সংস্থার অধীনে থাকা ক্লাবগুলো। বিষয়টি জানার পর লা লিগা ম্যাচউইকের পরবর্তী ১০ ম্যাচের কোনো একটিতেও দায়িত্ব দেয়া হয়নি বলে জানিয়েছে আরেক প্রভাবশালী স্প্যানিশ ক্রীড়াদৈনিক রেলেভো। এ ছাড়া জরিমানাও পেতে পারেন মুনুয়েরা।
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়