Apan Desh | আপন দেশ

হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৯, ২০ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২২:৪১, ২০ ফেব্রুয়ারি ২০২৫

হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা ভালো হলো না বাংলাদেশের। ভারতের বিপক্ষে ৬ উইকেটের ব্যবধানে নিজেদের প্রথম ম্যাচে হারল টাইগাররা।

শুভমান গিলের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে হেসেখেলে জয় তুলে নিয়েছে ভারত। বাংলাদেশের দেয়া টার্গেট ৬ উইকেট ও ২১ বল বাকি থাকতেই টপকে যায় ভারত। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে টপ অর্ডারদের ব্যর্থতায় তাওহিদ হৃদয় ও জাকের আলির ১৫৪ রানের পার্টনারশিপে ভারতের সামনে ২২৯ রানের লক্ষ্য দাঁড় করাতে সক্ষম হয় বাংলাদেশ।

তাওহিদ হৃদয় ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন এদিন। জবাবে ভারত রোহিত শর্মার ৪১, লোকেশ রাহুলের অপরাজিত ৪১ ও শুভমান গিলের অপরাজিত সেঞ্চুরিতে দুর্দান্ত জয় তুলে নেয় ভারত। 

টাইগারদের পক্ষে ৩৮ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট নেন রিশাদ হোসেন। ১টি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়