Apan Desh | আপন দেশ

ওদের জন্য কুলদীপ যাদবই যথেষ্ট:শেবাগ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:০৬, ২১ ফেব্রুয়ারি ২০২৫

ওদের জন্য কুলদীপ যাদবই যথেষ্ট:শেবাগ

ছবি সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা ভালো হলো না বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৬ উইকেটের ব্যবধানে হারল দলটি। এদিকে, ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ অবশ্য আরেকটু দাপুটে জয় আশা করেছিলেন। বাংলাদেশকে নিয়ে কোনো ধরনের ভয়েও ছিলেন না তিনি।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ম্যাচ শেষে এক অনুষ্ঠানে ভারতের সাবেক ব্যাটার বীরেন্দ্র শেবাগ বলেন, আমার মনে হয় না কেউ ভয় পেয়েছিল। এটা বাংলাদেশ, তোমরা এত প্রশংসা করছো.. জানি না তোমরা আমার ভেতর এমন ভয় ধরিয়ে দিচ্ছো যে আমরা না জানি কার সঙ্গে খেলছি। বাংলাদেশের বিপক্ষে খেলতেও এতো ভয় লাগতো না যতটা তোমরা এখানে বসিয়ে ভয় ধরিয়ে দিচ্ছো। এটা বাংলাদেশ, অস্ট্রেলিয়া কিংবা পাকিস্তান নয় যে খানিকটা আনপ্রেডিক্টেবল। আমার মনে হয় না কোনো সমর্থকের মনের মাঝে ১ শতাংশ সংশয় ছিল। আমি এটা মানি না। আমারই যদি না হয় তাহলে সমর্থকদের কই থেকে আসবে।

ভারতের মন্থর ব্যাটিং নিয়ে শেবাগ বলেন, খুবই সহজ একটা খেলা ছিল, ৪-৫ ওভার তো বাকিই ছিল। গিল তো একটু সময় নিয়ে খেলছিল। রোহিত বা কোহলির কেউ যদি আউট না হতো তাহলে এ ম্যাচ ৩৫ ওভারেই জিততাম। তারা আউট হয়ে গেছে এজন্য গিলকে কিছুটা সময় নিয়ে খেলতে হয়েছে। নয়ত তলোয়ারের মতো ব্যাট চালাতো।

জাকের আলি লোকেশ রাহুলের ক্যাচ ছেড়েছিল। একই অনুষ্ঠানে সে ক্যাচের ঘটনা সামনে এনে পার্থিব প্যাটেল বলেন, জাকের আলী যদি ওই সময় ক্যাচ ধরতো..তখনও ৭০ রান বাকি ছিল। তখনও হার্দিক পান্ডিয়া, জাদেজা ছিল। এদের (বাংলাদেশ) জন্য তো কুলদীপ যাদবই যথেষ্ট ছিল।

উল্লেখ্য, দুবাইতে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) প্রথমে ব্যাট করে ৪৯.৪ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ৪ উইকেট হারিয়ে ২১ বল হাতে রেখে জয় তুলে নেয় ভারত। দলকে জয় এনে দেওয়ার পথে ১০১ রানের অপরাজিত ইনিংস উপহার দেন শুভমান গিল।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়