Apan Desh | আপন দেশ

বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৭, ২২ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

ফাইল ছবি

চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরুর আগের দিন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন যে কোনো দলকে হারানোর সামর্থ আছে তাদের। কিন্তু ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে তার প্রমাণ দিতে পারেননি তারা। রোহিত শর্মার দলের কাছে ৬ উইকেটের হার দিয়ে অভিযান শুরু করেছে লাল সবুজের প্রতিনিধিরা এ হারে সেমিফাইনালের দৌড়ে অনেকটাই পিছিয়ে গেছে টাইগাররা। 

তবে এখনো সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি। সমীকরণ কঠিন হলেও কিছুটা আশা দেখতেই পারেন বাংলাদেশি ভক্ত-সমর্থকরা। 'এ' গ্রুপের চার দলই একটি করে ম্যাচ খেলেছে। যেখানে ভারত ও নিউজিল্যান্ড জয় পেয়েছে। অন্যদিকে বাংলাদেশ ও পাকিস্তান হেরেছে। সমান ২ পয়েন্ট করে থাকলেও নেট রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে আছে নিউজিল্যান্ড, তারপরই অবস্থান ভারতের। আর বাংলাদেশ আছে তিনে। কারণ বাংলাদেশের চেয়েও বাজেভাবে হেরেছে পাকিস্তান। 

এখান থেকে বাংলাদেশকে সেমিতে যেতে হলে বাকি দুই ম্যাচেই জিততে হবে। তবে এক ম্যাচ জিতলেও সম্ভাবনা থাকবে। তবে সেক্ষেত্রে অন্য ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। একই সঙ্গে রানরেটের কঠিন সমীকরণের মুখোমুখি হতে হবে। নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে যদি বাংলাদেশ জেতে তাহলে তাদের পয়েন্ট হবে চার। আর ভারত ও নিউজিল্যান্ড যদি আরো একটি করে ম্যাচ জেতে তাহলে তাদেরও হবে চার পয়েন্ট করে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে নেট রানরেট। আর বাংলাদেশ যদি এক ম্যাচ জেতে এবং সেটা হয় পাকিস্তানের বিপক্ষে, তাহলে পয়েন্ট হবে দুই। 

সে ক্ষেত্রে পাকিস্তান-ভারত ও নিউজিল্যান্ড-ভারত ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। আর পাকিস্তানের বিপক্ষে হেরে নিউজিল্যান্ডকে হারালে সসমীকরণ আরো জটিল হবে বাংলাদেশের জন্য। বাংলাদেশ গ্রুপ পর্বে আরও দুই ম্যাচ খেলার সুযোগ পাবে। আগামী ২৪ ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে ২৭ ফেব্রুয়ারি। যেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। এ দুটি ম্যাচই পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়