Apan Desh | আপন দেশ

ঢাকা লিগে সাকিবের দলবদল স্থগিত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

ঢাকা লিগে সাকিবের দলবদল স্থগিত

সাকিব আল হাসান। ফাইল ছবি

দেশের ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে ফরম্যাট বিবেচনায় সর্বোচ্চ আসর বলা হয়ে থাকে ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল)। বাংলাদেশ জাতীয় দলের অনেকেই ঘরোয়া ক্রিকেটের মাঝে বিপিএলের পর কেবল এ ডিপিএলেই সময় দেন। যে কারণে ভক্তদের কাছে সবসময়ই বাড়তি উন্মাদনা যোগ করে ডিপিএল। আগামী মাসের ৩ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে এবারের আসর।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ও রোববার (২৩ ফেব্রুয়ারি) দুই দিনব্যাপী চলছে ক্রিকেটারদের দলবদল। যে কারণ আসন্ন আসরকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত ক্লাবগুলো। যে তালিকায় বেশ জোরেশোরে এগিয়ে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

দলটিতে ইতোমধ্যে তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে তারা। সবশেষ গতকাল শনিবার অনলাইনে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল তারা। সাকিবের ছবিও পাঠিয়েছিলেন দল বদল করার জন্য। তবে আজ জানা গেল গেল সাকিব নিজেই অনুরোধ করেছেন দলবদল না করাতে তাকে। সিসিডিএমকে চিঠিও দিয়েছে রূপগঞ্জ কতৃপক্ষ।

আরও পড়ুন>>>এমএলসি থেকেও বাদ সাকিব

রূপগঞ্জ দলটির হয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তরিকুল ইসলাম টিটু বলেন, আপনারা সবাই জানেন গতকালকে সাকিব আল হাসানকে লিজেন্ড অব রূপগঞ্জে খেলার জন্য দলবদল প্রক্রিয়ায় আমরা অংশগ্রহণ করেছিলাম। কিন্তু আজকে সাকিবের সঙ্গে আমাদের কথা হয়েছে ওনি আমাদের কাছে একটা অনুরোধ করেছেন যে ওনার দলবদলটা আপাতত স্থগিত রাখার জন্য।

আমরা সিসিডিএমকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি। সাকিবের প্রতি সম্পূর্ণ সম্মান বজায় রেখে তার যে আবেদনটা আছে সেটা আমাদের ক্লাব থেকে সিসিডিএমকে জানিয়ে দিয়েছি। ওনি বলেছেন যখন দেশে আসবেন ওনি আসলে আগের বারের দল থেকে মিউচুয়াল ভাবে যদি সে খেলতে চাই আমাদের দলে তাহলে তাকে আমরা পরবর্তীতে দলভুক্ত করব।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়