
ছবি : সংগৃহীত
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাঁচা মরার ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং পেয়েছে নাজমুল হোসেন শান্তরা। দলে ফিরেছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ ও গতি তারকা নাহিদ রানা। তাদের জায়গা করে দিয়েছেন সৌম্য সরকার ও তানজিম হাসান সাকিব।
স্বাভাবিক ভাবেই রাওয়ালপিন্ডিতে টেস্টে ভালো করা নাহিদ রানা ফিরেছেন। এছাড়া মাহমুদউল্লাহকে জায়গা করে দিতে বাদ পড়তে হয়েছে প্রথম ম্যাচে রান না পাওয়া সৌম্যকে।
রাওয়ালপিন্ডির উইকেটে আগে ব্যাটিং পেলেও চিন্তা থাকবে বাংলাদেশের। এ পিচে যতো বেশি রানই করা হোক তা চেজ করা সহজ। ম্যাচের দ্বিতীয় ইনিংসে বোলারদের কিউই ব্যাটারদের সামলানোর পাশাপাশি কুয়াশায় ভেজা বল ধরার চ্যালেঞ্জেও পড়তে হবে।
প্রথম ম্যাচে ভারতের কাছে পরাজয়ের পর সেমিফাইনালে যেতে বাকি দুই ম্যাচেই জিততে হবে বাংলাদেশের। আজ কিউইদের কাছে হারলে বিদায় নিশ্চিত হয়ে যাবে। অপর দিকে, নিউজিল্যান্ড আজ জিতলে তাদের সেমিফাইনাল নিশ্চিত।
বাংলাদেশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, জাকের আলি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড : ডেভন কনওয়ে, উইল ইয়ং, কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, ডাগ ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, কাইল জেমিসনম, উইলিয়াম ও’রাউরকি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।