Apan Desh | আপন দেশ

বাবার নামে টুর্নামেন্টে ছেলে চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

বাবার নামে টুর্নামেন্টে ছেলে চ্যাম্পিয়ন

ছবি : আপন দেশ

দাদা পয়গাম উদ্দিন আহমেদ ছিলেন জাতীয় দাবাড়ু। তার হাত ধরেই মাত্র ১০ বছর বয়সে দাবায় হাতেখড়ি হয়েছিল বাবা গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের। এ গ্র্যান্ডমাস্টারের হাতে দাবার হাতেখড়ি একমাত্র ছেলে তাহসিন তাজওয়ারের। গত বছর ৫ জুলাই বাবা ও ছেলে একসঙ্গে খেলছিলেন জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন জিয়াউর রহমান। 

দেশের অন্যতম সেরা এ গ্র্যান্ডমাস্টারের স্মৃতিতে পন পাওয়ার চেস ক্লাব আয়োজন করেন আন্তর্জাতিক রেটিং দাবা। যেখানে চ্যাম্পিয়ন হয়েছেন জিয়ার একমাত্র ছেলে তাহসিন জিয়া । ৯ খেলায় ৭ পয়েন্ট পেয়েছেন তিনি। সমান পয়েন্ট পেয়ে ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ রানারআপ হয়েছেন। সাড়ে ছয় করে নিয়ে আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন তৃতীয় ও ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ চতুর্থ হন। ছয় পয়েন্ট নিয়ে আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল পঞ্চম হন। 

শেষ রাউন্ডের খেলায় ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদের সঙ্গে, ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলের সঙ্গে ও ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ স্বর্ণাভো চৌধুরীর সঙ্গে ড্র করেন। আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন ক্যান্ডিডেট মাস্টার সাজিদুল হককে, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম রায়ান রশিদ মুগ্ধকে, নাসির উদ্দিন মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিমকে ও ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ আয়ান রহমানকে হারিয়েছেন। 

৭ দিন ব্যাপী ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এ প্রতিযোগিতায় ৩১ জন ২০০০ এর ঊর্ধ্ব রেটিংপ্রাপ্ত দাবাড়ু অংশগ্রহণ করেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ পুলিশের ডিআইজি ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি ড. শোয়েব রিয়াজ আলম। 

বাবার নামের টুর্নামেন্টে ছেলে চ্যাম্পিয়ন। তাই একটু বেশি আবেগে আপ্লুত তাহসিন। তিনি বলেন, অন্য সব টুর্নামেন্টের চেয়ে এ টুর্নামেন্ট অবশ্যই আমার জন্য ভিন্ন। পুরো কক্ষেই বাবার ছবি দেয়া। বাড়তি আবেগ কাজ করেছে। এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় অনেক বেশি ভালো লাগছে।

বিশ্ব জুনিয়র দাবা টুর্নামেন্ট খেলতে আজ মন্টেনেগ্রোর উদ্দেশে রওনা হবেন তাহসিন জিয়া। প্রতিযোগিতার আগে এ চ্যাম্পিয়নশিপ তাকে বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে, একটি বৈশ্বিক টুর্নামেন্টের আগে বাবার নামে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলাম। মানসিকভাবে বেশ চাঙ্গা থেকেই বিশ্ব জুনিয়র দাবা খেলতে পারব।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়