
ফাইল ছবি
জাতীয় ফুটবল দলের উঠতি তারকা শেখ মোরসালিন। পারফরম্যান্স দিয়ে খুব অল্প বয়সেই যশ, খ্যাতি অর্থ পেয়ে গিয়েছিলেন এ উদীয়মান ফুটবলার। তারকা খ্যাতি পেতে না পেতেই বিতর্কে জড়ান তিনি। মদকাণ্ডে নিষিদ্ধও হয়েছিলেন। সে ঝামেলা মিটতে না মিটতেই মিডিয়ায় চাউর হয় তার বিয়ের খবর।
এবার সে স্ত্রী মোরসালিনের বিরুদ্ধে আদালতে যৌতুকের মামলা করেছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার স্ত্রী পরিচয়ে সেজুতি বিনতে সোহেল বাদী হয়ে এ মামলা করেন। আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। একইসঙ্গে শেখ মোরসালিনকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী মো. ইশফাকুর রহমান গালিব এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শেখ মোরসালিনের সঙ্গে সেঁজুতির ভালোবাসার মাধ্যমে বিয়ে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে আসামি বাদীর সঙ্গে যোগাযোগ রাখছেন না। আসামি মোরসালিন বাদীর কাছে গাড়ি কেনার জন্য ২০ লাখ টাকা যৌতুকও দাবি করেছেন। বাদী ন্যায়বিচারের জন্য আদালতে এসেছেন।
এ বিষয়ে সেজুতি বিনতে সোহেল বলেন, ভালোবাসার মাধ্যমে মোরসালিনের সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ের পর তার আচরণে পরিবর্তন এসেছে। আমার কাছে যৌতুক চেয়েছে। দীর্ঘদিন ধরে সে আমার সঙ্গে যোগাযোগ রাখে না। আমি তার সঙ্গে সংসার করতে চাই।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ২৯ নভেম্বর শেখ মোরসালিনের সঙ্গে সেজুতি বিনতে সোহেলের ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই মোরসালিন তার কাছে গাড়ি কেনার জন্য ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন।
গত ১০ ডিসেম্বর রাত ১০টার দিকে সাভারে তার পিতার বাসায় যান মোরসালিন। তখন তার জন্য রাতের খাবারের ব্যবস্থা করতে গেলে বাদিনীকে বলেন, আমি খাবার খেতে আসিনি, যৌতুকের ২০ লাখ টাকা নিতে এসেছি।
এ সময় বাদিনীর মা-বাবা তাকে অনুরোধ করে বলেন, ২০ লাখ টাকা দেয়ার কোনও সামর্থ্য নেই। পরে মোরসালিন তাদের গালাগালি ও হুমকি দিতে থাকেন।
মামলার প্রসঙ্গে জানতে চাইলে জাতীয় দলের স্ট্রাইকার শেখ মোরসালিন বলেন, আমার এ বিষয়ে এখনও কিছু জানা নেই। মামলা হলে আইনিভাবে লড়বো। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।