Apan Desh | আপন দেশ

জাদরানের বিশ্বরেকর্ডে আফগানদের রানের পাহাড়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৯:৫৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

জাদরানের বিশ্বরেকর্ডে আফগানদের রানের পাহাড়

ইব্রাহিম জাদরান

চ্যাম্পিয়নস ট্রফির ‘বি’ গ্রুপের ম্যাচে ইংল্যান্ডকে ৩২৬ রানের টার্গেট বিশাল টার্গেট দিয়েছে আফগানিস্তান। ইব্রাহিম জাদরানের দুর্দান্ত ১৭৭ রানের ইনিংসে ভর করে ইংলিশদের বিপক্ষে বিশাল স্কোর গড়ে আফগানরা। এদিকে, চ্যাম্পিয়নস ট্রফির সব আসরের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েন এ আফগান ব্যাটার। পাশাপাশি ওয়ানডেতে দলটির পঞ্চম সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদি।

শুরুতেই দলীয় ১৫ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তার। ইলিংশ পেস বোলার জোফরা আর্চার জোড়া আঘাত হানেন। আর্চারের বলে ব্যক্তিগত ৬ রানে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন রহমানউল্লাহ গুরবাজ। এছাড়া ৪ রান করেই লেগ বিফোরের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরেন সেদিকুল্লাহ অটল।

এরপর রহমত শাহ ব্যাটিংয়ে নামলেও সুবিধা করতে পারেনি। আর্চারের তৃতীয় শিকারে পরিণত হয়ে মাত্র ৪ রান করেই বিদায় নেন তিনি। ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে রীতিমতো বিপর্যয়ে পড়ে আফগানরা।

আরওপড়ুন<<>>ফুটবলার মোরসালিনের বিরুদ্ধে যৌতুকের মামলা

তবে দলের দায়িত্ব নেন ইব্রাহিম জাদরান। অধিনায়ক হাশমতউল্লাহ শহিদিকে সঙ্গে নিয়ে গড়েন ১০৩ রানের দুর্দান্ত এক জুটি। ব্যক্তিগত ৪০ রানে আদিল রশিদের বলে বোল্ড হয়ে বিদায় নেন আফগান অধিনায়ক।

পরে নতুন ব্যাটার আজমতউল্লাহ ওমরজাইকে সঙ্গে নিয়ে ৭২ রানের জুটি গড়েন জাদরান। ৪১ রান করে জেমি ওভারটনের ডেলিভারিতে ক্যাচ তুলে দেন ওমরজাই।

ব্যাটাররা আসা-যাওয়ার মধ্যেও একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যেতে থাকেন জাদরান। ব্যক্তিগত ১৭৭ রানে লিভিংস্টোনের বলে ক্যাচ তুলে দেন তিনি। মোহাম্মদ নবির ব্যাটে আসে ৪০ রান। তাকেও বিদায় করেন লিভিংস্টোন। শেষ পর্যন্ত ৩২৫ রানে থামে আফগানরা।

ইংলিশদের পক্ষে ৬৪ রানের খরচায় ৩টি উইকেট তুলে নেন জোফরা আর্চার। এছাড়া, লিয়াম লিভিংস্টোন ২টি এবং আদিল রশিদ ও জেমি ওভারটন পান ১টি করে উইকেট।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়