
কভারে ঢাকা রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের পিচ
নিজেদের মাঠে অনুষ্ঠানরত চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলতে পারছে না পাকিস্তান। গ্রুপ পর্বে টানা দুই হারে বিদায় ঘন্টা বেজে গেছে স্বাগতিকদের। ঠিক একই রকম পরিস্থিতি বাংলাদেশেরও। এমন অবস্থায় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নিয়ম রক্ষার ম্যাচে মোহাম্মদ রিজওয়ানের দলের মুখোমুখি হচ্ছে টাইগাররা। এদিন বেলা তিনটায় রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ছিল স্যাচটি। কিন্তু তাতে বাগড়া দিয়েছে বৃষ্টি।
বুধবারও (২৬ ফেব্রুয়ারি) বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। তবে এ মুহূর্তে বৃষ্টি না থাকলেও মাঠ খেলার অনুপযোগী থাকায় নির্দিষ্ট সময়ে হয়নি টসও। এখনও কভার দিয়ে ঢাকা রয়েছে পিচ।
রাওয়ালপিন্ডিতে বৃষ্টির পূর্বাভাস কিছুটা কমলেও, শহরের আকাশ আজও মেঘাচ্ছন্ন। চলমান আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ 'এ' পর্বে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচটি তাই আবহাওয়ার কারণে মাঠে গড়ানো নিয়ে অনিশ্চিয়তার সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন<<>>শেষটা রাঙাতে চায় বাংলাদেশ
এর আগে বৃষ্টিতে পণ্ড হয়েছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। এ ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা এখন ৪৩ শতাংশ, যদিও তা গতকালের ৭০ শতাংশের তুলনায় অনেকটাই কম। তাপমাত্রাও কিছুটা হ্রাস পেয়েছে, বর্তমানে রাওয়ালপিন্ডিতে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন বিকাল ৫টার দিকে বৃষ্টি আরও বাড়তে পারে। সেক্ষেত্রে ম্যাচ শেষ পর্যন্ত মাঠে গড়ালেও ওভার কমতে পারে।
পুরো ৫০ ওভারের খেলা সম্ভব না হলেও, সংক্ষিপ্ত ওভারের একটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের নিষ্কাশন ব্যবস্থা খুব উন্নত নয়, যার ফলে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচের মতো এ ম্যাচও বাতিল হওয়ার ঝুঁকি থাকছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।