Apan Desh | আপন দেশ

চ্যাম্পিয়ন্স ট্রফির দর্শকদের জন্য বিনামূল্যে ইফতার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:০৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির দর্শকদের জন্য বিনামূল্যে ইফতার

ছবি: সংগৃহীত

এবারের চ্যাম্পিয়নস ট্রফির মূল আয়োজক পাকিস্তান হলেও ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে আগামীকাল (শনিবার) থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলো শুরু হতে পারে রমজান।

আর রমজান মাস চলাকালীন চ্যাম্পিয়ন্স ট্রফির দুটি ম্যাচ নিশ্চিতভাবে অনুষ্ঠিত হবে। এছাড়া ভারত যদি ফাইনালে উঠলে মোট তিনটি ম্যাচ হবে দুবাইয়ে।
 
তাই রমজান উপলক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির দর্শকদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তারা খেলা দেখতে আসা দর্শকদের জন্য গ্যালারিতে বিনামূল্যে ইফতারের ব্যবস্থা করছে। যাতে রমজান মাসে ইফতার নিয়ে ধর্মপ্রাণ মুসলিমদের যেন চিন্তা করতে না হয়।

আরওপড়ুন<<>>বিশ্ব জুনিয়র টেনিসের কোয়ার্টারে বাংলাদেশ

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ ঘোষণা দিয়েছে সংস্থাটি।

পোস্টে ইসিবি লিখেছে, রমজান মাসের প্রকৃত মূল্যবোধকে ধারণ করে এমিরেটস ক্রিকেট বোর্ড ঘোষণা করছে যে, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরের বাকি ম্যাচগুলোর জন্য রোজাদার দর্শকদের বিনামূল্যে বিশেষ ইফতার বক্স বিতরণ করা হবে।

আগামী রোববার (২ মার্চ) দুবাইয়ে গ্রুপ ‘এ’- এর খেলায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। দুটি দলই ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে।

ভারত খেলবে প্রথম সেমিফাইনালে। তবে তাদের প্রতিপক্ষ দল এখনো চূড়ান্ত হয়নি। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ মার্চ। আর ভারত ফাইনালে গেলে সেই ম্যাচটিও হবে দুবাইয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ৯ মার্চ।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়