Apan Desh | আপন দেশ

ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছেন শান্তরা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৪৩, ১ মার্চ ২০২৫

ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছেন শান্তরা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় ক্রিকেট দল

চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাতে চোখ রেখে দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। প্রথম ম্যাচের আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন যে কোনো দলকে হারানোর সামর্থ আছে তাদের। কিন্তু মাঠে প্রমাণ দিতে পারেননি তারা। ভারতের বিপক্ষে ৬ উইকেটের হার দিয়ে মিশন শুরু করে লাল সবুজের প্রতিনিধিরা। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ হারে টুর্নামেন্ট থেকে বিদায় ঘন্টা বাজে আগের আসরের সেমিফাইনালিস্টদের। 

গ্রুপের শেষ ম্যাচে জয় নিয়ে ঘরে ফিরতে চেয়েছিল টাইগাররা। কিন্তু পাকিস্তানের বিপক্ষে মুশফিক-মাহমুদউল্লাহদের ম্যাচটি মাঠেই গড়ায়নি। বেরসিক বৃষ্টিতে খেলা হয় পরিত্যক্ত। কোনো জয় না পাওয়া বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করল ১ পয়েন্ট নিয়ে। 

প্রত্যাশা পুরণ না হওয়ায় ব্যর্থতার গ্লানি নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দলের খেলোয়াড়রা। শুক্রবার রাত ১১টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখে টাইগাররা।

এদিকে দেশে ফিরে অবশ্য খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। পরশু শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সেখানে অংশ নিবে জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়