Apan Desh | আপন দেশ

মেসির অভাব বুঝতেই দেননি সুয়ারেজ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:২৪, ৩ মার্চ ২০২৫

আপডেট: ১৩:৫১, ৩ মার্চ ২০২৫

মেসির অভাব বুঝতেই দেননি সুয়ারেজ

ছবি : সংগৃহীত

প্রায় দুই বছর ধরেই ইন্টার মায়ামির প্রাণ ভোমরা হয়ে আছেন লিওনেল মেসি। আর্জেন্টাই মহাতারকার আগমনে সেখানকার ফুটবলে দর্শকও বেড়েছে। তিনি যে মাঠেই খেলতে যান, দর্শক থাকে কানায় কানায় পূর্ণ। রোববার (০২ মার্চ) রাতে হিউস্টন ডায়নামোর বিপক্ষে মায়ামির ম্যাচ সামনে রেখে ২২ হাজার দর্শক ধারণ ক্ষমতার শেল এনার্জি স্টেডিয়ামের সব টিকেটও বিক্রি হয়ে গিয়েছিল।

তবে এ ম্যাচে খেলেননি মেসি। দলের গুরুত্বপুর্ণ এ তারকার অভাব বুঝতেই দিল না ইন্টার মায়ামি! তরুণ তেলাস্কো সেগোভিয়ার দুর্দান্ত পারফরম্যান্স আর লুইস সুয়ারেজের অভিজ্ঞতার মিশেলে এমএলএসে প্রথম জয় তুলে নিয়েছে মায়ামি। রোববার রাতে হিউস্টন ডায়নামোকে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত করেছে ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাবটি।

প্রথমবারের মতো এমএলএসে শুরুর একাদশে সুযোগ পেয়েই বাজিমাত করেছেন ২১ বছর বয়সী ভেনেজুয়েলান তারকা সেগোভিয়া। করেছেন জোড়া গোল, সঙ্গে ছিল একটি অ্যাসিস্ট। অন্যদিকে, ৩৮ বছর বয়সী সুয়ারেজ ছিলেন আরও উজ্জ্বল—এক গোলের পাশাপাশি করিয়েছেন তিনটি!

আরও পড়ুন<<>>সাফ সম্পাদকের পদ ছাড়লেন হেলাল

ম্যাচের ষষ্ঠ মিনিটেই ইন্টার মায়ামিকে এগিয়ে দেন সেগোভিয়া। প্রতিপক্ষের ভুলে বল পেয়ে বক্সের ঠিক বাইরে থেকে ওয়ান-টাচ পাস বাড়ান সুয়ারেজ, সেটি ডানপায়ের টোকায় নিখুঁতভাবে জালে জড়ান সেগোভিয়া। ৩৭তম মিনিটে হিউস্টনের রক্ষণ ভেদ করে ব্যবধান দ্বিগুণ করেন টাদেও আছেন্দে। সুয়ারেজের দুর্দান্ত থ্রু ধরে তিনজন ডিফেন্ডারকে ছাপিয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন মিডফিল্ডার।

প্রথমার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় গোলটি করেন সেগোভিয়া, এবার পেনাল্টি স্পটের কাছ থেকে শট নিয়ে হিউস্টনের জালে বল পাঠান তিনি। ফলে বিরতিতে যাওয়ার আগেই ৩-০ গোলে এগিয়ে যায় মায়ামি।

৭৯তম মিনিটে দারুণ এক গোল করেন সুয়ারেজ। ডিফেন্ডারকে কাটিয়ে আরও দুইজনকে পেছনে ফেলে বাঁ দিক থেকে জোরালো শট নেন তিনি, গোলরক্ষকের হাত ছুঁয়ে বল জালে জড়ালে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। ৮৫তম মিনিটে হিউস্টনের হয়ে একমাত্র গোলটি করেন উরুগুইয়ান মিডফিল্ডার নিকো লোদেইরো, যিনি গত মাসেই ক্লাবটিতে যোগ দিয়েছেন।

এ ম্যাচে ছিলেন না লিওনেল মেসি, বিশ্রাম দেয়া হয়েছিল তাকে। তবে তার অনুপস্থিতিতেও আক্রমণাত্মক ফুটবল খেলে দারুণ জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি, যারা এর আগে টানা তিন ম্যাচে হিউস্টনের কাছে হেরেছিল।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়