Apan Desh | আপন দেশ

শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পাল্টে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২১, ৩ মার্চ ২০২৫

শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পাল্টে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড

ছবি: সংগৃহীত

ক্ষমতা পালা বদলের পর বিভিন্ন স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন ধারাবাহিকতায় এবার পাল্টে গেল শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম। 

রাজধানীর পূর্বাচলে নির্মানাধীন এ স্টেডিয়ামের নতুন নাম রাখা হয়েছে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড।

সোমবার (০৩ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৮তম বোর্ড সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।

আরওপড়ুন<<>>সাফ সম্পাদকের পদ ছাড়লেন হেলাল

তিনি বলেন, রাধানীর পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম বদলে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড করা হয়েছে।

সভায় স্টেডিয়ামের নাম পরিবর্তন ছাড়াও বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে।। বিশ্বমানের ফিল্ডিং কোচ নিয়োগ দিতে চায় বোর্ড। পাশাপাশি স্পিন কোচ মুস্তাক আহমেদের সঙ্গে চুক্তি নবায়ন করা হয়েছে।

এদিকে, প্রধান কোচ ফিল সিমন্স ও সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাজে খুশি হয়ে চুক্তি নবায়ন প্রক্রিয়া শুরু করতে আগ্রহী বোর্ড।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিসিবির দায়িত্ব নেন সাবেক ক্রিকেটার ও নির্বাচক ফারুক আহমেদ। দায়িত্ব নেয়ার পর তিনি বলেছিলেন, পরিবর্তন করা হবে শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়