Apan Desh | আপন দেশ

ফাইনালে উঠতে ভারতের দরকার ২৬৫ রান

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:০০, ৪ মার্চ ২০২৫

আপডেট: ২২:৫৬, ৪ মার্চ ২০২৫

ফাইনালে উঠতে ভারতের দরকার ২৬৫ রান

ছবি: আপন দেশ

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠতে ভারতের প্রয়োজন ২৬৫ রান। প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার দেয়া ২৬৪ রানের জবাবে ব্যাট করছে টিম ইন্ডিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক স্মিথ।

মঙ্গলবার (৪ মার্চ) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং নেন অজি অধিনায়ক। কিন্তু ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপরীতে রানের চাকা সচল রাখার পাশাপাশি অস্ট্রেলিয়া উইকেটও হারাতে থাকে নিয়মিত বিরতিতে। ম্যাচের মাঝমাঝি মনে হয়েছিল অজিদের ইনিংস তিনশ রান পেরিয়ে যাবে। তবে স্মিথকে ফিরিয়ে রানের গতিতে লাগাম টানে ভারত।

ম্যাচের তৃতীয় ওভারের পঞ্চম বলে কুপার কনোলি মোহাম্মদ শামি বলে আউট হয়ে ফিরে যান। ৪ রানে প্রথম উইকেট হারালেও অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন। তবে তাকে বেশি আক্রমণাত্মক হওয়ার আগেই ফিরিয়ে দেন বরুণ চক্রবর্তী। নবম ওভারের দ্বিতীয় বলে বরুণকে তুলে মারতে গিয়ে শুবমান গিলের তালুবন্দী হন হেড। ৩৩ বলে ৫ চার ও ২ ছক্কায় ৩৯ রান করেন তিনি।

তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক স্টিভ স্মিথ এবং মার্নাস লাবুশেন দলকে ভালো একটি অবস্থানে এগিযে নিচ্ছিলেন। কিন্তু ৫৬ রানের এই জুটি ভাঙে লাবুশেনের বিদায়ে। জাদেজার বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন ৩৬ বলে ২ চার ও ১ ছয়ে ২৯ রানে ফিরে যান তিনি। তবে এদিন ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো জশ ইংলিশ ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। ভুল শট খেলে জাদেজার বলে কোহলির হাতে ক্যাচ দেন। ১২ বলে ১১ রান করেন তিনি।

অবশ্য অপরপ্রান্তে স্মিথ টিকে থেকে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। যদিও এক আউটের হাত থেকে বেঁচে গেছেন। শামি তার ক্যাচ ফেলে দেয়ার। তবে দুইশর কাছাকাছি গিয়ে স্মিথও শামির বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন।  ৯৬ বলে ৪ চারও ১ ছয়ে ৭৩ রান করেন অজি অধিনায়ক। এর পরে অস্ট্রেলিয়া বড় ধাক্কা খায় অক্ষর প্যাটেলের বলে গ্লেন ম্যাক্সওয়েল আউট হলে। মাত্র ৭ রানে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হয়ে ফিরে যান।

এর পর অ্যালেক্স ক্যারি অজিদের ইনিংস টানতে থাকেন। বেন দারউইশের সঙ্গে ৩৪ রানের জুটি গড়েন। দারউইশ বরুণের বলে আউট হওয়ার আগে ২৯ বলে ১৯ রান করেন। এছাড়া অর্ধশতক তুলে নেন ক্যারি। কিন্তু তিনি কাটা পড়েন শ্রেয়াস আইয়ারের দুর্দান্ত থ্রোয়ে রানআউট হয়ে। ৫৭ বলে ৮ চার ও ১ ছয়ে ৬১ রান করেন ক্যারি।

অ্যাডাম জাম্পা ৭ ও শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে নাথান এলিস ১০ রান করেন। তানভীর সঙ্ঘ ১ রানে অপরাজিত থাকেন।

ভারতের পক্ষে মোহাম্মদ শামি ১০ ওভারে ৪৮ রান দিয়ে ৩ উইকেট, বরুণ ও জাদেজা ২টি করে উইকেট শিকার করেন। অক্ষর ও হার্দিক ১টি করে উইকেট পান। 

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়