Apan Desh | আপন দেশ

রুদ্ধশ্বাস জয়ে অস্ট্রেলিয়াকে উড়িয়ে ফাইনালে ভারত

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৩:০০, ৪ মার্চ ২০২৫

রুদ্ধশ্বাস জয়ে অস্ট্রেলিয়াকে উড়িয়ে ফাইনালে ভারত

ভারত-অস্ট্রেলিয়া

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে রুদ্ধশ্বাস জয়ে অস্ট্রেলিয়াকে পরাজিত করে ফাইনালে নাম লিখিয়েছে টিম ইন্ডিয়া। টানটান উত্তেজনাপূর্ণ এ সেমিফাইনালে দুদলের লড়াই চললো অনেকটা সময়। তবে লড়াইয়ে শেষ হাসি হাসলো রোহিত শর্মার দল।

মঙ্গলবার (০৪ মার্চ) দুবাইয়ে রুদ্ধশ্বাস এক লড়াইয়ে ভারতের লক্ষ্য ছিল ২৬৫ রানের। শুরুটা ভালো না হলেও শেষ পর্যন্ত ৪ উইকেট আর ১১ বল হাতে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া।

ব্যক্তিগত ৮ রান করেই সাজঘরে ফেরেন তিনি ওপেনার শুভমান গিল। এরপর আউট হন রোহিত শর্মাও (২৯ বলে ২৮)। ৪৩ রানে ২ উইকেট হারায় ভারত। সেখান থেকে বিরাট কোহলি আর শ্রেয়াস আইয়ার ৯১ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ অনেটাই ভারতের হাতে চলে আসে। অবশেষে ব্যক্তিগত ৪৫ রানে আইয়ারকে আউট করে এ জুটি ভাঙেন অ্যাডাম জাম্পা। 

এরপর ৩০ বলে ২৭ করে ফেরেন অক্ষর প্যাটেলও। কিন্তু অভিজ্ঞ কোহলি দলকে জয়ের বন্দরের দিকে এগিয়ে নিতে থাকেন। দেখেশুনে খেলে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন তিনি। তবে ৪৩তম ওভারে এসে অনেকটা ধৈর্য হারিয়ে ফেলেন কোহলি। অজি স্পিনার জাম্পাকে তুলে মারতে গিয়ে ৮৪ রানে আউট হয়ে যান।

এর পরেই জমে উঠে খেলা। বলা যায়, ভারতকে অনেকটা চেপে ধরেন অস্ট্রেলিয়া। লোকেশ রাহুল আর হার্দিক পান্ডিয়াকে হাত খুলে খেলতে দিচ্ছিল না তারা। তবে ৪৭তম ওভারে জাম্পার শেষ দুই বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ বের করে আনেন হার্দিক পান্ডিয়া।

২৪ বলে ২৮ করে মারকুটে হার্দিক অবশ্য আউট হন। তবে তখন মাত্র জয়ের জন্য ৬ রান দরকার ভারতের। ছক্কা মেরে ম্যাচ শেষ করেন লোকেশ রাহুল। ৩৪ বলে ২টি করে চার-ছক্কায় ৪২ রানে অপরাজিত থাকেন তিনি।

এর আগে প্রথম ব্যাট করতে নেমে ২৬৪ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ আর অ্যালেক্স ক্যারের জোড়া ফিফটির পরও পুরো ৫০ ওভার খেলতে পারেনি অস্ট্রেলিয়া। ইনিংসের ৩ বল বাকি থাকতে তারা অলআউট হয়ে যান টিম অস্ট্রেলিয়া।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়