Apan Desh | আপন দেশ

ওয়ানডে থেকে মুশফিকের বিদায় 

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০৯:০৫, ৬ মার্চ ২০২৫

আপডেট: ১০:৫৭, ৬ মার্চ ২০২৫

ওয়ানডে থেকে মুশফিকের বিদায় 

ক্রিকেটার মুশফিকুর রহমি

লাল সবুজের ক্রিকেটে আশীর্বাদ স্বরুপ আগমন ঘটেছিল মুশফিকুর রহিমের। দীর্ঘদিন দলের নেতৃত্বও দিয়েছেন তিনি। জিতিয়েছেন অনেক ম্যাচ। কিন্তু সাম্প্রতিক সময়টা ভাল যাচ্ছিল না এ উইকেটরক্ষক ব্যাটারের। ওয়ানডেতে সর্বশেষ ১৫ ইনিংসে মাত্র একটি হাফ সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার ব্যাট নীরব। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে শূন্যতে আউট হওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন মাত্র ২ রান। যে কারণে সমালোচনা হচ্ছিল তাকে নিয়ে। এমন পরিস্থির মধ্যেই ওয়ানডে ক্রিকেট ছাড়ার ঘোষণা দিলেন মুশফিক। এরমধ্যে দিয়ে ১৯ বছরের ক্যারিয়ারের সমাপ্তি ঘটল। 

বুধবার (৫ মার্চ) রাত ১১টার কিছু পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। মুশফিক লিখেন, আমি আজ থেকে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নেয়ার ঘোষণা দিচ্ছি। আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য। যদিও বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন সীমিত ছিল, তবে একটি বিষয় নিশ্চিত যখনই আমি দেশের হয়ে মাঠে নেমেছি, সর্বদা শতভাগের বেশি দেয়ার চেষ্টা করেছি, সততা ও নিষ্ঠার সঙ্গে।  

তিনি আরও বলেন, গত কয়েক সপ্তাহ আমার জন্য খুবই কঠিন কেটেছে এবং আমি উপলব্ধি করেছি যে এটিই আমার ভাগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কুরআনে বলেছেন, তিনি যাকে ইচ্ছা সম্মান দেন এবং যাকে ইচ্ছা অপমান করেন। (সুরা আল ইমরান, ৩:২৬)। মহান আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং সকলকে সঠিক ঈমান দান করুন।

সবশেষে, আমি গভীর কৃতজ্ঞতা জানাই আমার পরিবার, বন্ধু এবং আমার ভক্তদের, যাদের জন্য আমি গত ১৯ বছর ধরে ক্রিকেট খেলে এসেছি।

সোমবার (০৩মার্চ) বিসিবির সভা শেষে মুশফিক ও মাহমুদউল্লাহর অবসর নিয়ে প্রশ্ন শুনতে হয়েছিল বিসিবি পরিচালকদের। সেসময় কিছু বলতে পারেননি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। দুই অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে আলোচনায় বসার কথা বলেছিলেন।

তবে সেই আনুষ্ঠানিকতা এখন পর্যন্ত একজনের সঙ্গে আর করতে হচ্ছে না। মুশফিক নিজে থেকেই অবসরের ঘোষণা দেয়ায় কাজটা সহজ হয়ে গেল। কেন্দ্রীয় চুক্তিতে ওয়ানডের তালিকা থেকে এবার সহজেই মুশফিকের নামটা সরিয়ে নেয়া যাবে।

মুশফিকুর রহিমের অবসরের ঘোষণা বাংলাদেশের ক্রিকেটে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি। ২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয় মুশফিকের। ক্যারিয়ারের সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেন চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে।

ওয়ানডে ক্রিকেটে তিনি ২৭৪ ম্যাচে ২৫৬ ইনিংসে তিনি ৭ হাজার ৭৯৫ রান করেন। তার সমৃদ্ধ ক্যারিয়ারে রয়েছেন ৯টি সেঞ্চুরি ও ৪৯টি হাফসেঞ্চুরির ইনিংস। ক্যারিয়ারসেরা ইনিংস ১৪৪ রানটি এসেছিল ২০১৮ এশিয়া কাপে, যা বাংলাদেশ ক্রিকেটেরই অন্যতম সেরা এক ইনিংস হিসেবে বিবেচিত হয়। 

উইকেটের পেছনে ভূমিকার জন্য নন্দিত হয়েছেন যেমন, বহুবার সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। তিনি এই ফরম্যাট ছাড়ার আগে নামের পাশে রেখে যাচ্ছেন ২৪৩টি ক্যাচ, আর ৫৬টি স্টাম্পিং।

টি-টোয়েন্টি ফরম্যাটকে তিনি আগেই বিদায় বলে ছিলেন। এবার তিনি তার পুরো মনোযোগটা দেবেন টেস্ট ক্রিকেটে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়