Apan Desh | আপন দেশ

মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১০:০৪, ৬ মার্চ ২০২৫

আপডেট: ১১:৫০, ৬ মার্চ ২০২৫

মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা

ফাইল ছবি

পঞ্চপান্ডবে ভর করে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশের ক্রিকেট। বিশেষ করে পঞ্চাশ ওভারে এ পাঁচ তারকার অবদান অনস্বীকার্য। এক এক করে বিদায় নিয়েছেন মাশরাফি, সাকিব ও তামিম ইকবাল। এবার বিদায় নিলেন মুশফিকুর রহিম। বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা এ ব্যাটার বুধবার (০৫ মার্চ) মধ্যরাতে অবসরের ঘোষণা দিয়েছেন। 

বিদায়র ঘোষণায় অভিজ্ঞ উইকেটরক্ষ মুশফিকে শুভকামনা জানিয়েছেন প্রিয় বন্ধু তামিম ইকবাল। শুভকামনা জানিয়েছেন তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম,তাওহিদ হৃদয়রাও। মধ্যরাতে একি ভিডিও বার্তায় তামিম বলেছেন, এমন একজন ব্যক্তি রিটায়ার করল যার সঙ্গে ২০-২৫ বছরের জার্নি।একটা স্ট্যাটাসে মানুষকে বোঝাতে পারতাম না তার প্রতি আমার আবেগটা কী। তুই আস্তে আস্তে বড় হয়েছিস। তুই সাধারণ একটা ব্যাটার থেকে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার হয়েছিস। দেখেছি একটা ছেলে কতটা কষ্ট করতে পারে। একটা মানুষের পক্ষে যতটা কষ্ট করা সম্ভব সে সবই করেছে। আমরা এটা নিয়ে অনেক সময় হাসাহাসিও করি যে একটা মানুষ এতো কষ্ট করে কেন! তার খেলার প্রতি ত্যাগ, ভালোবাসা এটা কল্পনাতীত।

মুশফিক টেস্ট খেলেছেন ৯৪টি। তামিম চান অন্তত ১০০ টেস্ট খেলে থামুন তিনি, তুই এখনো টেস্ট খেলছিস। বাংলাদেশের হয়ে কেউ এখনো ১০০তম টেস্ট খেলেনি। আশা করি তুই খেলবি। বাংলাদেশ তোকে খুব মিস করবে এটাই সত্য। ধন্যবাদ মুশফিক, ধন্যবাদ।

মুশফিককে শুভকামনা জানিয়ে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ফেইসবুকে লিখেছেন, ওয়ানডেতে তোমার রেকর্ডই তোমার হয়ে স্বাক্ষ্য দেবে অনেক কিছুর। তোমার ব্যাটের দ্যুতিতে কত আলোর দিন এসেছে দেশের ক্রিকেটে! তবে রেকর্ড বইয়ে লেখা থাকবে না, কতটা নিবেদন আর নিষ্ঠায় তুমি ক্যারিয়ার গড়েছিলে, কতটা ঘামের স্রোত পেরিয়ে সাফল্যের তীর ছুঁয়েছিলে। তোমার পরিশ্রম, প্রতিজ্ঞা আর ত্যাগের গল্প বাংলাদেশের ক্রিকেটে প্রজন্মের পর প্রজন্মে অনুকরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুন<<>>ওয়ানডে থেকে মুশফিকের বিদায় 

মাশরাফি আরও যোগ করেন, আশা করি, সাদা পোশাকের বাকি অধ্যায়টুকু রঙিন করে তুলবে। তোমার ব্যাটে অভিজাত সংস্করণে দেশের ক্রিকেট সমৃদ্ধ হবে আরও…।

তাসকিন আহমেদ ফেইসবুকে লিখেছেন, মুশফিক ভাই, আপনাকে ছাড়া বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট কল্পনাই করা কঠিন। আপনার নিবেদন, লড়াকু মানসিকতা, আর অপরিসীম প্রেরণা আমাদের জন্য সব সময়ই উদাহরণ হয়ে থাকবে। আপনাকে কাছ থেকে দেখা, একসঙ্গে মাঠে থাকা, আর শিখতে পারা—এটা সত্যিই গর্বের বিষয়।

টেস্ট ও ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শুভকামনা জানিয়ে লিখেছেন, লাখো মানুষকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ মুশফিক ভাই। সৌম্য লিখেছেন, অবসর শেষ নয়, নতুন অধ্যায়ের শুরু মাত্র।

মুশফিককে আইডল মেনে বেড়ে ওঠা তাওহিদ হৃদয় লিখেছেন, বগুড়া স্টেডিয়ামে আপনি (মুশফিক) অনুশীলন করছেন শুনে ছোটবেলায় আপনাকে দেখার আশায় স্টেডিয়ামের গেইটের গ্রিল ধরে দাঁড়িয়ে থাকা থেকে শুরু করে, ওডিআই – এর আন্তর্জাতিক ক‍্যাপ আপনার হাত থেকে গ্রহণ করা এবং একই ড্রেসিং রুম শেয়ার করা, আমার কাছে রূপকথার গল্পের থেকে কম নয়।

হৃদয় আরও লিখেন, এরকম লাখো ছেলেদের আইডল আপনি, যার জন্য আমার মতন অনেকেই আপনাকে একবার দেখবে বলে কতো দিন অপেক্ষা করেছে। আপনি আমার আইডল, কতোটা গুরুত্বপূর্ণ আপনি তা হয়তো বুঝতেও পারবেন না। যদিও আমি বাকরুদ্ধ হয়ে আছি, তবুও আপনাকে অবসরের জন্য শুভকামনার বার্তা, আইডল মুশফিকুর রহিম। যেকোনো কিছুর চেয়ে এবং যে কারও চেয়ে বেশি মিস করব আপনাকে।

ফাস্ট বোলার শরিফুল ইসলাম লিখেছেন, আপনি আমার কাছে একজন অনুপ্রেরণার নাম। আমি যখন বোলিং প্রান্তে থাকি আপনি কিপিং প্রান্তে, সে মুহূর্তটা মিস করবো। সে সময় যেভাবে সাপোর্ট করতেন ভালো ডেলিভারি করার জন্য- সেটা অসাধারণ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়