Apan Desh | আপন দেশ

বাংলাদেশের বিপক্ষে খেলতে  অবসর ভাঙলেন সুনীল ছেত্রী 

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:০১, ৭ মার্চ ২০২৫

আপডেট: ১১:০৪, ৭ মার্চ ২০২৫

বাংলাদেশের বিপক্ষে খেলতে  অবসর ভাঙলেন সুনীল ছেত্রী 

ফাইল ছবি

চলতি মাসের ২৫ তারিখে শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও স্বাগতিক ভারত। এ ম্যাচে লাল সবুজের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের পেশাদার এ ফুটবল খেলোয়াড় বর্তমান শেফিল্ড ইউনাইটেড ফুটবল ক্লাবে হয়ে খেলছেন। হামজার বাংলাদেশের বিপক্ষে খেলতেই অবসর ভাঙতে যাচ্ছেন ভারতের সুনীল ছেত্রী।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে সব সময়ই বিধ্বংসী চেহারায় আবির্ভুত হতে দেখা গেছে তাকে। বাইচুং ভুটিয়ার পর বাংলাদেশের বড় আতঙ্কের নাম ছিলেন তিনি। ভারতের ফুটবলের সে ‘পোস্টার বয়’ আবারও ফিরছেন মাঠে।

ভারতীয় ফরোয়ার্ড লাইনের দুরবস্থায় সত্যি অবসর ভেঙে ফিরছেন সুনীল। আবার ভারতীয় দলের জার্সিতে খেলতে দেখা যাবে তাকে। খেলবেন বাংলাদেশের বিপক্ষে ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে শিলংয়ে।

গত বছর ৬ জুন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন তিনি। কুয়েতের বিপক্ষে যুবভারতীতে খেলেছিলেন শেষ ম্যাচ। আবার ভারতের হয়ে খেলার সিদ্ধান্ত নিলেন সুনীল।

১৯ মার্চ ভারত বনাম মলদ্বীপ ম্যাচ রয়েছে। সেখানে খেলতে পারেন ৪০ বছরের সুনীল। বৃহস্পতিবার (০৬ মার্চ) ভারতীয় ফুটবল সংস্থা সমাজমাধ্যমে পোস্ট করে তার প্রত্যাবর্তনের কথা জানিয়েছে। তারা পোস্ট করে লিখেছে, সুনীল ছেত্রী ফিরছেন। ভারতীয় ফুটবলের অধিনায়ক, নেতা এবং কিংবদন্তি মার্চে আন্তর্জাতিক দলে ফিরছেন।

আরও পড়ুন<<>>বিকেএসপিতে চাকরির সুযোগ

মার্চে দু’টি আন্তর্জাতিক ম্যাচ রয়েছে ভারতের। ১৯ মার্চ খেলবে মলদ্বীপের বিরুদ্ধে। সেটা প্রীতি ম্যাচ। ২৫ মার্চ রয়েছে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ। সেটা ভারত খেলবে বাংলাদেশের বিপক্ষে। এ দু’টি ম্যাচে খেলতে পারেন সুনীল। দু’টি ম্যাচই হবে শিলংয়ে।

মার্চে ভারতের যে আন্তর্জাতিক ম্যাচ রয়েছে, তার জন্য দল ঘোষণা করেছেন কোচ মানালো মার্কুয়েজ়। সেই দলে সুনীল ছাড়াও আক্রমণভাগ সামলানোর জন্য রয়েছেন ফারুখ চৌধুরী, ইরফান ইয়াদওয়াদ, লালিয়ানজুয়ালা ছাংতে এবং মনবীর সিংহ।

সুনীল ফিরলেও বাদ পড়েছেন অভিজ্ঞ গোলরক্ষক গুরপ্রীত সিংহ সাধু। অভিজ্ঞ গোলরক্ষক ছন্দ হারিয়েছেন। তাঁকে দলে নেওয়া হয়নি। ভারতীয় দলে রাখা হয়েছে তিন গোলরক্ষককে। তাঁরা হলেন অমরিন্দর সিংহ, গুরমিত সিংহ এবং বিশাল কাইত।

রক্ষণভাগের ফুটবলারদের মধ্যে দলে রয়েছেন আশিস রাই, বোরিস সিংহ থাংজাম, ছিংলেনসানা সিংহ কোনশাম, মিংথানমাওয়াইয়া, মেহতাব সিংহ, রাহুল ভেকে, রোশান সিংহ নাওরেম, সন্দেশ ঝিঙ্গন এবং শুভাশিস বসু।

মাঝ মাঠ সামলানোর জন্য রয়েছেন আশিক কুরুনিয়ান, আয়ুষ দেব ছেত্রী, ব্রেন্ডন ফার্নান্ডেজ, ব্রিসন ফার্নান্ডেজ, জিকসন সিংহ, লালেংমাওইয়া, লিস্টোন কোলাসো, মহেশ সিংহ নাওরেম এবং সুরেশ সিংহ ওয়াংজাম।

বাংলাদেশি ক্লাব ও জাতীয় দলের বিপক্ষে সব মিলিয়ে সুনিল ছেত্রী ১১টি ম্যাচে খেলেছেন। এর মধ্যে গোল করেছেন ৮টি। যেখানে জাতীয় দলের হয়ে বাংলাদেশের বিপক্ষে গোল রয়েছে ৬টি। অ্যাসিস্ট ৩টি। এর মধ্যে ভারতের জয় ৫টিতে। শেষ মুহূর্তে ভারতের হয়ে গোল করে বাংলাদেশের কাছ থেকে জয়  ছিনিয়ে নিয়েছেন একাধিকবার।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়