Apan Desh | আপন দেশ

হিযবুত তাহরীরের কর্মসূচি ঘিরে বায়তুল মোকাররমে কড়া নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৬, ৭ মার্চ ২০২৫

আপডেট: ১৪:৩২, ৭ মার্চ ২০২৫

হিযবুত তাহরীরের কর্মসূচি ঘিরে বায়তুল মোকাররমে কড়া নিরাপত্তা

ছবি : আপন দেশ

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ‘মার্চ ফর খিলাফাহ’ কর্মসূচি ঘিরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুক্রবার (৭ মার্চ) সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। নিরাপত্তা নিশ্চিতে র‍্যাব, পুলিশ, সেনাবাহিনী, ডিবি, এপিবিএন ও আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

শুক্রবার (৭ মার্চ) সরেজমিনে রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম মসজিদ এলাকার উত্তর গেটে দেখা যায় র‍্যাব, পুলিশ ও ডিবির সদস্যদের উপস্থিতি। মসজিদে ছিল মুসল্লিদের উপস্থিতি চোখে পরার মতো। এ সময় মুসল্লিদের গেট দিয়ে প্রবেশের সময় নিরাপত্তার জন্য ব্যাগও তল্লাশি করতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

এছাড়াও উত্তর গেটের তুলনায় দক্ষিণ গেটে বেশি নিরাপত্তাসহ প্রতিটা গেটে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের চিত্র দেখা গেছে। মসজিদে আগত মুসল্লি ইব্রাহিম বলেন, বেশ কয়েক মাস এ ধরনের ব্যবস্থা দেখিনি। জানি না কেনো এখন তৎপর তারা। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য তাদের উপস্থিতিও দরকার।

দায়িত্বরত এসআই সাইফুর বলেন, আমরা সবাই অ্যালার্ট আছি। সবার ব্যাগ চেক করে ভেতরে প্রবেশ করাচ্ছি। যে কোন ধরনের সমস্যার মোকাবিলা করতে আমরা প্রস্তুত আছি।

প্রতিদিনের মতো আজও জুমার নামাজ শুরুর আগেই অনেকে বায়তুল মোকাররমে পৌঁছেছেন। তবে পরিস্থিতি অন্যান্য সাধারণ জুমা বারের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। পল্টন মোড়ে এনে রাখা হয়েছে জলকামান, সাঁজোয়া যান (এপিসি কার) ও প্রিজন ভ্যান। চলন্ত গাড়িতে টহল দিচ্ছেন সেনা সদস্যরা।

আরও পড়ুন<<>>হিযবুত তাহরীরের কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ: পুলিশ সদর দফতর

সরেজমিনে দেখা যায়, পল্টন মোড়ে প্রচুর পুলিশ ও এপিবিএন সদস্যরা রয়েছেন। পল্টন মোড় থেকে গুলিস্তানমুখী সড়কে (সচিবালয়ের বিপরীত পাশের রাস্তায়) একটি সাঁজোয়া যান (এপিসি), একটি জলকামান ও একটি প্রিজন ভ্যানও দেখা গেছে। বায়তুল মোকাররম থেকে পল্টন মোড়মুখী সড়কে পুলিশের আরেকটি প্রিজন ভ্যান দেখা গেছে। পল্টন মোড়ে রয়েছেন সেনাবাহিনী ও র‍্যাব সদস্যরা। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে নিরাপত্তার দায়িত্বপালন করছেন পুলিশ সদস্যরা। সেখানে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যদেরও দেখা গেছে। মসজিদ প্রাঙ্গণে রয়েছেন আরও পুলিশ সদস্য।

হিযবুত তাহরীর দীর্ঘদিন ধরে গোপনে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছে। তবে সম্প্রতি সরকারবিরোধী কার্যক্রমে প্রকাশ্যভাবে অংশ নিতে শুরু করেছে। বিশেষ করে ৫ আগস্ট থেকে সংগঠনটি সরকারের বিরুদ্ধে নানা কর্মসূচি শুরু করে। এর মধ্যে মিছিল, গোলটেবিল বৈঠক এবং বিভিন্ন দাবিতে আন্দোলন অন্তর্ভুক্ত ছিল। সংগঠনটি চট্টগ্রামে নানা কর্মসূচিও পালন করেছে।

বৃহস্পতিবার (০৬ মার্চ) বায়তুল মোকাররম মসজিদ এলাকায় ‘মার্চ ফর খিলাফা’ নামে একটি সমাবেশ আয়োজনের পরিকল্পনা করে হিযবুত তাহরীরের কিছু সদস্য। তারা অনুষ্ঠান সফল করতে বায়তুল মোকাররম এলাকায় জমায়েত হওয়ার আহবান জানায়। এ ঘটনায় রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) ইউনিট।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়