
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ওপর থেকে ‘অর্থনৈতিক নিষেধাজ্ঞা’ তুলে নিয়েছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। ২০১৮ সাল থেকে এ সীমাবদ্ধতা আরোপ ছিল।
শুক্রবার (০৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
এর আগে বাফুফের ওপর ‘অর্থনৈতিক নিষেধাজ্ঞা’ থাকলেও অর্থ প্রদান অব্যাহত ছিল ফিফার। তবে নানা ধরনের সীমাবদ্ধতা এবং বাড়তি নজরদারি অব্যাহত ছিল। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন এসব কেটে গেল।
আরওপড়ুন<<>>বাংলাদেশের বিপক্ষে খেলতে অবসর ভাঙলেন সুনীল ছেত্রী
বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর সভাপতি তাবিথ আউয়ালের চেষ্টা আর স্বচ্ছ কার্যক্রমে ফিফা এই সীমাবদ্ধতা প্রত্যাহার করেছে। আগামীতেও যেন আর্থিক বিষয়ে স্বচ্ছতা থাকে, সর্বোচ্চ সচেষ্ট থাকবে বাফুফে।
গত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফিফা ফান্ডের অডিটের জন্য ফিফার প্রতিনিধি দল এসেছিল। বাফুফের ধারণা ছিল, মার্চের মাঝামাঝি সময়ে ফিফা থেকে একটি সংবাদ পাবে। প্রত্যাশিত সময়ের এক সপ্তাহ আগেই বাফুফে সে খবর পেল। ঢাকায় আসা প্রতিনিধি দলের প্রতিবেদনের ওপরই মূলত ফান্ড ছাড়করণের শিথিলতা সরেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওপর।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।