
ফাইল ছবি
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার ওপরে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও আলি দাই। চতুর্থ স্থানে আছেন ভারতের সুনিল ছেত্রি। ভারতের এ গোলমেশিন গত বছরের জুনে বিশ্বকাপ বাছাইয়ে কুয়েতের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন।
বছর না ঘুরতেই সিদ্ধান্ত বদলান ৪০ বছর বয়সী এ তারকা। এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ফের জাতীয় দলে ফিরছেন সুনিল। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনও তাদের অফিসিয়াল ফেইসবুক পেজে নিশ্চিত করেছে ছেত্রির ফেরা।
তবে অভিজ্ঞ সুনিল ছেত্রির ফেরার খবরে তেমন কোনো অস্বস্তির হাওয়া বইছে না বাংলাদেশ দলে। কোচ হাভিয়ের কাবরেরা বিষয়টা স্বাভাবিক মনে করছেন। তবে এই স্প্যানিশ কোচের বিশ্বাস, ছেত্রি ফেরায় ভারতের বিপক্ষে ম্যাচটি আরও শিহরণ জাগানিয়া ও রোমাঞ্চকর হবে।
এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ে আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচ সামনে রেখে সৌদি আরবে শুক্রবার দ্বিতীয় দিনের অনুশীলন সেরেছে দল। এতদিনের প্রস্তুতিতে ছেত্রি ছিলেন না কাবরেরার ভাবনায়। গত বছর জুনে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছিলেন তিনি।
গত বৃহস্পতিবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন জানায় আন্তর্জাতিক ফুটবলে চতুর্থ সর্বোচ্চ গোলদাতার (৯৪টি) অবসর ভেঙে ফেরার খবর। ক্লাব ফুটবলে গোলের ধারাবাহিকতায় আছেন ছেত্রি। ব্যাঙ্গালুরু এফসির হয়ে এ মৌসুমে ১২ গোল করে ইন্ডিয়ান সুপার লিগে গোলদাতার তালিকায় শীর্ষে আছে ৪০ বছর বয়সী এ ফরোয়ার্ড।
ছেত্রির এ ফেরা স্বাভাবিক মনে হচ্ছে কাবরেরার। প্রতিপক্ষ দলের এ তারকাকে নিয়ে না ভেবে বাংলাদেশ কোচ বরং নিজেদের কাজগুলো গুছিয়ে নেয়ার পক্ষে। (ছেত্রি ফেরায়) আমাদের জন্য কোনো কিছুই বদলাচ্ছে না। নিজেদের প্রস্তুতির দিকে মনোযোগ দিচ্ছি আমরা। বিশেষ করে আমরা জানি, বিষয়টি আমরা কতটা ভালোভাবে পারফরম করতে পারব, তার উপর নির্ভর করছে। দলের সবাই তাকে জানে এবং এটাও জানে, এ মৌসুমে ব্যাঙ্গালুরু এফসির হয়ে সে কতটা ভালো পারফরম করছে। এটা (ছেত্রির ফেরা) তাদের জন্য প্রত্যাশিত। এটা স্বাভাবিক। এমনটা হতেই পারে (ফুটবলে)। ভারত সিদ্ধান্ত নিয়েছে তাকে ফেরানোর, আমি মনে করি, সে ফেরাতে ম্যাচটা আরও রোমাঞ্চকর হবে এবং ছেলেরা আরও বেশি অনুপ্রাণিত থাকবে।
সৌদিতে ক্যাম্প করার ফাঁকে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলার লক্ষ্য আগেই জানিয়েছিলেন কাবরেরা। নিখুঁত প্রস্তুতি নিতে এ মুহূর্তে ম্যাচগুলোর দিকেই দৃষ্টি তার। গতবারের মতো এবারও আমরা একই হোটেলে আছি। মানসম্পন্ন হোটেল। ট্রেনিং গ্রাউন্ডও উঁচু মানের। সর্বাধুনিক সুবিধা আছে। আশা করি, আমরা যে তিনটা প্রস্তুতি ম্যাচ খেলার প্রত্যাশা আমাদের, সেটা খেলতে পারব। সেটা হলে আমাদের প্রস্তুতিও পরিপূর্ণ হবে।
এদিকে ভারত ম্যাচ সামনে রেখে সৌদি আরব পৌঁছে অনুশীলন সেরেছে বাংলাদেশ। শুক্রবার (০৭ মার্চ) সকালে জাতীয় ফুটবল দল জিম সেশনে অংশ নেয়। ২৭ জন ফুটবলার তিনটি গ্রুপে ভাগ হয়ে এ সেশন সম্পন্ন করেন। আগের রাতে দলের সঙ্গে যোগ দিয়েছেন ডিফেন্ডার রহমত মিয়া। ফলে সকালের জিম সেশনে অংশ নেননি, নাশতার পর বিশ্রাম নেন। সন্ধ্যায় মাঠের অনুশীলনে তিনি দলের সঙ্গে যোগ দেন।
সৌদির ঠাণ্ডা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়ার দিকেও গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ। আগামী ২৫ মার্চ এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের বিপক্ষে শিলংয়েও ঠান্ডা কন্ডিশনে খেলতে হবে বাংলাদেশকে। বর্তমানে সেখানকার তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।