
ভারত- নিউজিল্যান্ড
চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের ফাইনালে ভারতকে ২৫২ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। ভারতে বেশি সুবিধা নিচ্ছে এমন অভিযোগের পর আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৫১ রান করেছে নিউজিল্যান্ড। অর্থাৎ চ্যাম্পিয়ন হতে ভারতের প্রয়োজন ৫০ ওভারে ২৫২ রান।
রোববার (০৯ মার্চ) দুবাইয়ে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। উদ্বোধনী জুটিটে দলকে ভালোভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দুই ওপেনার উইল ইয়াং ও রাবিন রাবিন্দ্রা। তবে ২৩ বলে ব্যক্তিগত ১৫ রানে ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তীর শিকার হয় ইয়াং। এর পরেও ৬ রানের ব্যবধানে দুই ব্যাটিং স্তম্ভ রাবিন্দ্রা ও কেন উইলিয়ামসকে
হারিয়ে বিপদে পড়ে নিউজিল্যান্ড। দলীয় ৭৫ রানে ৩ উইকেট হারিয়ে কোনঠাসা হয়ে পড়ে কিউইরা।
আরওপড়ুন<<>>অল্পের জন্য ডাবল সেঞ্চুরি মিস নাঈমের
রাচিন রাবিন্দ্রা থামে ২৯ বলে ৩৭ রানে আর উইলিয়ামসন করেন ১৪ বলে ১১ রান। দুজনই রিস্টস্পিনার কুলদীপ যাদবের বলে সাজ ঘরে ফিরেন।
এরপর চতুর্থ উইকেটে ম্যাচ ধরার চেষ্টা করেন টম লাথাম ও ড্যারিল মিচেল। কিন্তু সেটি লম্বা হযনি। ৬৬ বলে ৩৩ রানের এ জুটি ভাঙে লাথাম আউট হলে। ৩০ বলে ১৪ রান করে স্পিনার রবীন্দ্রা জাদেজার বলে এলবিডব্লিউ হন লাথাম।
পঞ্চম উইকেটে গ্লেন ফিলিপসকে নিয়ে ৫৭ রানের জুটি করেন মিচেল। ফিলিপসকে ব্যক্তিগত ৩৪ আউট করে এ জুটি ভাঙেন বরুণ। ষষ্ঠ উইকেটে মাইকেল ব্রাসওয়েলকে নিয়ে ৪৬ রানের আরও একটি জুটি করেন মিচেল। এরপর থেমে যায় মিচেলের লড়াকু ১০১ বলে ৬৩ রানের ইনিংসটিও। মোহাম্মদ শামির বলে রোহিত শর্মার হাতে ক্যাচ হন মিচেল।
শেষ দিকে নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে কিছু রান জমা হয় ব্রাসওয়েলের হার না মানা ফিফটিতে। ৩ চার ২ ছক্কায় ৪০ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন তিনি।
ভারতের হয়ে ২টি করে উইকেট নেন কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী। একটি করে উইকেট পান রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামি।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।