Apan Desh | আপন দেশ

নাইম শেখের ব্যাটে রানের ফোয়ারা 

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২১, ১২ মার্চ ২০২৫

নাইম শেখের ব্যাটে রানের ফোয়ারা 

ডিপিএলে ব্যাট করছেন মোহাম্মদ নাঈম শেখ

দুর্দান্ত পারফরম্যান্সে নতুন জাতীয় দলে কড়া নাড়ছেন মোহাম্মদ নাঈম শেখ। চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে (ডিপিএল) ব্যাট হাতে রানের ফোয়ারা ফোটাচ্ছেন এ অলরাউন্ডার। প্রাইম ব্যাংকের হয়ে কয়েক দিন আগে দেশের প্রথম শ্রেণির ক্রিকেট রেকর্ড ১৭৬ রান গড়েছিলেন তিনি।

বুধবার (১২ মার্চ) লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৮১ রান করেছেন নাঈম শেখ। তবে এদিন তার তার দল প্রাইম ব্যাংক অলআউট হয়েছে মাত্র ১৫২ রানে। নাঈম ছাড়া খেলোয়াড়রা রান তুলতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। 

শাহাদাত দীপুর ব্যাট থেকে এসেছে ২০ রান। আর শামীম পাটোয়ারির ব্যাট থেকে এসেছে ১১ রান। বাকি সবার নামের পাশে টেলিফোন ডিজিট। রূপগঞ্জের হয়ে ৪ উইকেট শিকার করেন সাইফ হাসান। ৩ উইকেট তানজিম হাসান সাকিবের। একটি করে উইকেট শরিফুল ইসলাম। শেখ মেহেদি হাসান এবং তানভির ইসলামের। 

ডিপিএলের চতুর্থ রাউন্ডের প্রথম দিন বুধবার। তিন ভেন্যুতে লড়ছে ছয়টি দল। এখন পর্যন্ত দিনের সব ম্যাচেই আভাস মিলেছে লো স্কোরিং ম্যাচের। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাব্বির রহমানের পারটেক্স স্পোর্টিং ক্লাব আবাহনীর বিপক্ষে কোনো রকমে স্পর্শ করেছে ১০০ রান। অন্য ম্যাচে মোহামেডানের বিপক্ষে ব্রাদার্স ইউনিয়ন এখন পর্যন্ত তুলেছে ৭ উইকেটে ১৬৬ রান। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়