Apan Desh | আপন দেশ

মুশতাকের চুক্তির মেয়াদ বাড়ছে

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৯, ১৪ মার্চ ২০২৫

আপডেট: ১২:৩৫, ১৪ মার্চ ২০২৫

মুশতাকের চুক্তির মেয়াদ বাড়ছে

ফাইল ছবি

সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবি ঘটেছে বাংলাদেশ দলের। ব্যর্থ টাইগার্স স্কোয়াডের কোচিং স্টাফ ছিলেন পাকিস্তানি স্পিন কিংবদন্তি মুশতাক আহমেদ। দল খারাপ করলেও এ স্পিন বোলিং কোচের পারফরম্যান্সে খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে মুশতাক আহমেদের চুক্তির মেয়াদ বাড়াতে যাচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

বাংলাদেশ জাতীয় দলের স্পিন পরামর্শক হিসেবে আরও দুই বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা রয়েছে। শিগগিরই উভয় পক্ষ  চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে। কেবল কিছু ছোটখাট বিষয় এখনো চূড়ান্ত করা বাকি রয়েছে।

বিসিবির এক শীর্ষ কর্মকর্তা ক্রিকেটবিষয়ক সাইট 'ক্রিকবাজ'কে বলেছেন যে তারা আশা করছেন, মুশতাক বছরে ১৩০ দিন বোর্ডের সঙ্গে বিভিন্ন ভূমিকায় কাজ করবেন।

বিসিবির ওই কর্মকর্তা বলেন, তিনি (মুশতাক) বোর্ডের স্পিন পরামর্শক হিসেবে কাজ করবেন এবং শুধু জাতীয় দলের সঙ্গেই নয়, আমরা চাই তিনি আমাদের অন্যান্য কর্মসূচিতেও কাজ করুন, যেমন হাই পারফরম্যান্স ইউনিট ও অন্যান্য উদ্যোগ, যাতে আমাদের স্পিনারদের গড়ে তোলা যায়।

 আরও পড়ুন<<>>মাহমুদউল্লাহর অভিজ্ঞতা কাজে লাগাতে বললেন সাবেকরা

পাকিস্তানের লেগস্পিনার এবং ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের সদস্য মুশতাক আহমেদ ২০২৪ সালের এপ্রিলে বাংলাদেশ পুরুষ জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে যোগ দেন, যার মেয়াদ ছিল ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ পর্যন্ত।

পরে ব্যক্তিগত কারণে তিনি দল ছেড়ে যান এবং আবারও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের আগে ফিরে আসেন। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীনও বাংলাদেশের কোচিং স্টাফের অংশ ছিলেন।

বাংলাদেশে যোগ দেয়ার আগে মুশতাক ইংল্যান্ড (২০০৮-২০১৪), ওয়েস্ট ইন্ডিজ (২০১৮-২০১৯) এবং পাকিস্তান (২০২০-২০২২) দলের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। এছাড়া, তিনি ২০১৪-২০১৬ মেয়াদে পাকিস্তান দলের বোলিং পরামর্শকের দায়িত্বও পালন করেছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়