Apan Desh | আপন দেশ

কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড:

সংক্ষিপ্ত তালিকায় নাহিদ-মিরাজ-ঋতুপর্ণা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:০২, ১৫ মার্চ ২০২৫

আপডেট: ১১:০৩, ১৫ মার্চ ২০২৫

সংক্ষিপ্ত তালিকায় নাহিদ-মিরাজ-ঋতুপর্ণা

ছবি : আপন দেশ

ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী পুরস্কার বিএসপিএ স্পোর্টস এওয়ার্ড। যা ১৯৬৪ সালে চালু হয়েছিল। গত অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে কয়েকশতাধিক ব্যক্তি, সংস্থা, প্রতিষ্ঠান পেয়েছে মর্যাদাপূর্ণ এ পুরস্কার। যা জাতীয় ক্রীড়া পুরস্কারের আগে দেয়া শুরু হয়। বছর ঘুরে ফিরে এলো কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড। 

আগামী ১১ এপ্রিল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে তুলে দেয়া হবে ২০২৪ সালের সেরাদের পুরস্কার।

এবারও বিএসপিএ অ্যাওয়ার্ড পৃষ্ঠপোষকতা করছে দেশের অন্যতম বৃহৎ করপোরেট প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপ। তাদের ব্র্যান্ড কুল-এর সৌজন্যে বিএসপিএ অ্যাওয়ার্ড নামকরণ করা হয়েছে কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড।

ধারাবাহিকভাবে এবারও থাকছে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড। যেখানে স্পোর্টস ফ্যানদের ভোটে বেছে নেওয়া হবে সেরা তারকা। যার কার্যক্রমের প্রথম ধাপ শুরু হচ্ছে ১৫ মার্চ থেকে। চলবে ২৪ মার্চ পর্যন্ত। পৃথিবীর যেকোনও প্রান্ত থেকে ২০২৪ সালের সেরা ক্রীড়াবিদ বাছাই পক্রিয়ায় অংশ নিতে ভোট দেয়া যাবে বিএসপিএ ওয়েবসাইট www.bspa.com.bd।

সংক্ষিপ্ত তালিকায় আছেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা ও নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা।

সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ক্রীড়াবিদ জিতবেন পপুলার চয়েজ অ্যাওয়ার্ড। যা ঘোষণা করে তুলে দেয়া হবে কুলবিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। ভোটদাতাদের মধ্য থেকে প্রতিদিন লটারির মাধ্যমে বিজয়ীদের দেয়া হবে বাংলাদেশের সবচেয়ে গতিময় পেসার নাহিদ রানার অটোগ্রাফ দেয়া বল, কুলের গিফট হ্যাম্পার ও কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেয়ার সুযোগ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়