
সেঞ্চুরির পর নুরুল হাসান সোহান
চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) পঞ্চম রাউন্ডের শেষ দিনে ব্যাট হাতে চমক দেখিয়েছেন নুরুল হাসান সোহান। তার সেঞ্চুরিতে ভর করে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব।
রোববার (১৬ মার্চ) বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে ৯ উইকেটে ২৭৭ রান সংগ্রহ করেছে তারা। মূলত অধিনায়ক নুরুল হাসান সোহানের অপরাজিত ১৩২ রানের সুবাদে বড় পুঁজি পায় দলটি। এ ছাড়া হাবিবুর রহমান সোহান করেন ৪৫ রান।
অন্যদিকে, শাইনপুকুরের হয়ে ৩ উইকেট নিয়েছেন রায়ান রাফসান আহমেদ। বর্তমানে লক্ষ্য তাড়ায় ব্যাট করছে রায়ান রাফসানের নেতৃত্বাধীন দলটি।
দিনের আরেক ম্যাচে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয় গুলশান ক্রিকেট ক্লাব এবং পারটেক্স স্পোর্টিং ক্লাব। ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নেমে গুলশান শুরুতেই ওপেনার জাওয়াদ আবরারকে হারালেও অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ফিফটিতে ঘুরে দাঁড়ায়। তিনে নেমে লিটন দাস ফেরেন মাত্র ২২ রানে।
একপর্যায়ে অর্ধ-শতক তুলে নেন আজিজুল তামিম। তার ৬২, ইফতেখার হোসেনের ৩২ এবং নাঈম ইসলামের ২৭ রান ছাড়া অবশ্য কেউ বড় ইনিংস খেলতে পারেননি। ফলে নির্ধারিত ৫০ ওভারে গুলশান ৯ উইকেটে ২২১ রান সংগ্রহ করে। পারটেক্সের হয়ে ৩ উইকেট নেন তৌফিক আহমেদ।
বিকেএসপিতে চলমান আরেক ম্যাচে খেলছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও অগ্রণী ব্যাংক। আগে ব্যাট করে রূপগঞ্জ নির্ধারিত ওভারে ২৬০ রানে অলআউট হয়ে যায়। তাদের পক্ষে অমিত মজুমদার সর্বোচ্চ ৮১, আবদুল্লাহ আল গালিব ৫৭, আরিফুল হক ৪০ এবং অধিনায়ক আল-আমিন জুনিয়র ৩২ রান করেন। বিপরীতে ৩টি করে উইকেট শিকার করেন অগ্রণী ব্যাংকের রুয়েল মিয়া ও তাইবুর রহমান।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।