Apan Desh | আপন দেশ

হামজাকে বরণ করতে প্রস্তুত সিলেট

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১০:১৪, ১৭ মার্চ ২০২৫

আপডেট: ১০:২০, ১৭ মার্চ ২০২৫

হামজাকে বরণ করতে প্রস্তুত সিলেট

ছবি : বাফুফে

আগেও একধিকবার বাবার জন্ম ভিটায় এসেছে, তবে বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার পর প্রথমবার সিলেটে পা রাখতে যাচ্ছেন হামজা দেওয়ান চৌধুরী। লাল সবুজ জার্সিতে খেলতে এরইমধ্যে ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের এ ফুটবলার। 

রোববার (১৬ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাত তিনটার দিকে তাদের বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজে হামজার দেশে আসার একটি ছবি পোস্ট করেছে। সব কিছু ঠিক থাকলে হামজা সোমবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টা নাগাদ সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

বাফুফের সঙ্গে হামজার আলোচনা অনুযায়ী বিমানের বিজনেস ক্লাস আসনে যাতায়াত করার কথা। সে অনুযায়ী হামজা বিজনেস ক্লাসেই ম্যানচেস্টার থেকে রওনা হয়েছেন। জাতীয় ফুটবল দলের সঙ্গে রোববার পৃষ্ঠপোষক হিসেবে চুক্তি হয়েছে ইউসিবি ব্যাংকের। চুক্তি হওয়ার কয়েক ঘণ্টা পরই হামজার আগমনের ছবিতে বাফুফে ইউসিবি ব্যাংকের লোগো ব্যবহার করেছে। রোববার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল অবশ্য হামজার আগমনে ইউসিবি সহায়তা কথা জানিয়েছিলেন।

আরও পড়ুন<<>>ভারতের বিপক্ষে দারুণ কিছুর আশায় বাংলাদেশ

হামজার শেকড় হবিগঞ্জের বাহুবল গ্রামে। তাই ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা এ ফুটবলার ঢাকা না এসে সরাসরি সিলেট আসবেন। সেখান সিলেট থেকে সড়কপথে হবিগঞ্জ রওনা হবেন সপরিবারে। সিলেট এয়ারপোর্টে বাফুফের চার নির্বাহী সদস্য হামজাকে অভ্যর্থনা জানাবেন। হামজাকে বরণের জন্য হবিগঞ্জবাসী মুখিয়ে রয়েছেন। বাফুফে সিলেট ও হবিগঞ্জ উভয় জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে হামজার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছে।

হামজার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী আগেভাগেই দেশে এসেছেন। তিনি হবিগঞ্জে বাড়িতে অবস্থান করছেন। হামজার সঙ্গে একই ফ্লাইটে তার স্ত্রী, ৩ সন্তান ও মায়ের আসার কথা। বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচ হামজার পরিবারও উপভোগ করতে মুখিয়ে আছেন। তারা শিলং স্টেডিয়ামে বসেই খেলা দেখার পরিকল্পনা করেছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়