Apan Desh | আপন দেশ

ফিরেই মায়ামিকে শীর্ষে তুললেন মেসি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:০৬, ১৭ মার্চ ২০২৫

ফিরেই মায়ামিকে শীর্ষে তুললেন মেসি

গোলের পর উল্লাসিত লিওনেল মেসি

তিন সপ্তাহ পর মাঠে ফিরলেন লিওনেল মেসি। ফিরেই পায়ের যাদু দেখালেন আর্জেন্টাইন অধিনায়ক। যে আটলান্টা ইউনাইটেডের কাছে গত মৌসুমে প্লে-অফে হেরে বিদায় নিয়েছিলেন। সে আটলান্টাকে ২-১ গোলে হারিয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ইন্টার মায়ামি। 

এদিন ম্যাচের একাদশ মিনিটে ইমানুয়েল ল্যাটে ল্যাথের গোল এগিয়ে যায় তারা। অবশ্য বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি মায়ামি। শুরুর একাদশে ফিরে ২০ মিনিটে মায়ামিকে সমতায় ফেরান লিওনেল মেসি। পেশীতে সমস্যা থাকায় সর্বশেষ তিন ম্যাচে সাইড লাইনে ছিলেন বিশ্বকাপ জয়ী। যা মেজর লিগ সকারের নিয়মিত মৌসুমে তার প্রথম গোল।  

ম্যাচটা তার পর ড্রয়ের দিকেই অগ্রসর হতে থাকে। কিন্তু নাটকীয়ভাবে শেষ দিকের ৮৯ মিনিটে মায়ামিকে জয়ের আনন্দে ভাসাতে দ্বিতীয় গোল এনে দেন বদলি ফাফা পিকাউল্ট। 

গত মৌসুমে প্লে-অফে মেসিদের বিপক্ষে অঘটনের নায়ক ছিলেন আটলান্টার গোলকিপার ব্র্যাড গুজান। এ ম্যাচেও মায়ামিকে হতাশ করছিলেন তিনি। সেভ করেছেন ৬টি।

দ্বিতীয়ার্ধে দুই দলই অনেক সুযোগ নষ্ট করেছে। শেষ পর্যন্ত অপ্রত্যাশিতভাবে হেড করে মায়ামিকে তিন পয়েন্ট এনে দেন পিকাউল্ট। শর্ট কর্নার থেকে বলটা তাকে ভাসমান পাস করেছিলেন জর্ডি আলবা। 

ম্যাচের পর মেসির সাবেক সতীর্থ ও মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো ম্যাচ নিয়ে বলেছেন, লিওকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। সে ইতিহাসের সেরা। এমন একজন খেলোয়াড়, যার ক্ষমতা রয়েছে সবচেয়ে সুন্দর গোল করার। ফাফার গোল অবশ্যই আমাদের জন্য আনন্দের, বিশেষ করে তার জন্য।

মেসির বাইরে থাকা নিয়ে তিনি আরও বলেছেন, তিন সপ্তাহ খুব কঠিন গেছে, কারণ মেসি মাঠের বাইরে ছিল। এখন আমরা অনেক আনন্দিত।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়