
ছবি : আপন দেশ
দেশে প্রথমবার কোটি টাকার প্রাইজমানি নিয়ে আসছে বডিবিল্ডিং ও ফিটনেস চ্যাম্পিয়নশিপ। যার পোশাকি নাম ‘বিডি মাসল শো’। বাংলাদেশ বডিবিল্ডিং কমিউনিটির ব্যবস্থাপনায় আগামী ২৫-২৭ মে আয়োজিত হবে দেশের সর্ববৃহৎ এ শরীরগঠন প্রতিযোগিতা। মঙ্গলবার (১৮ মার্চ) অ্যাওয়ার্ড পার্টনার হিসাবে নিউট্রিশন ডিপোট বাংলাদেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
নিউট্রিশন ডিপোটের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ চুক্তি সই করেন প্রতিষ্ঠানটির সিইও সাজিদ রহমান এবং অরগানাইজিং কমিউনিটির অন্যতম সদস্য নাজমুস সাকিব। এসময় উপস্থিত ছিলেন এনডি একটিভ ওয়েয়ার বাংলাদেশের কো-ফাউন্ডার ডা. রায়হান সহিদ উল্লাহ, অরগানাইজিং কমিটির অন্যতম সদস্য নুরুল ইসলাম খান নাঈম, মো. ইলিয়াস মিয়া, রাকিবুল ইসলাম প্রিন্স ও সিকান্দার বাপ্পি।
সাকিব বলেন, ‘বিডি মাসল শো হবে বাংলাদেশের বডিবিল্ডিং জগতের সবচেয়ে বড় উৎসব। এটি দেশের বডিবিল্ডিং এবং ফিটনেস কমিউনিটিকে আরও একধাপ এগিয়ে নিয়ে বিশ্ব দরবারে লাল-সবুজের বডিবিল্ডিংকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। দেশের ফিটনেস ও বডিবিল্ডিং কমিউনিটির পরিকল্পনা ও আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে।
সার্ভিসেস সংস্থা ছাড়াও চার শতাধিক ক্লাব, সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের দেড় হাজার শরীরগঠনবিদ চার বিভাগের ১২টি ইভেন্টে অংশ নেবেন। বিভাগগুলো হলো- মেন্স বডিবিল্ডিং, মেন্স ফিজিক, মেন্স ক্লাসিক ফিজিক ও ডেনিম জিন্স। আর ইভেন্টগুলো হচ্ছে- শরীরগঠনে ৭ টি ওজন শ্রেণী, মেন্স ফিজিকে ৩টি, ক্ল্যাসিক ফিজিকে একটি ওপেন, ডেনিম জিন্সে একটি ওপেন।
এছাড়া বডিবিল্ডিং বিভাগের সেরা শরীরগঠনবিদ পাবেন ওভার অল চ্যাম্পিয়নের খেতাব। বডিবিল্ডিং ও ফিটনেসের মূল আয়োজনের সঙ্গে থাকছে বিভিন্ন ব্র্যান্ডের ফ্যাশন শো, লাইভ মিউজিক ও ফিটনেস এক্সপো। প্রতিযোগিতায় সেরা বডিবিল্ডারদের জন্য থাকছে একটি ব্র্যান্ড নিউ ১৫০০ সিসি প্রাইভেটকার এবং ২০টি ১৫০ সিসি মোটরবাইক, ক্যাশ অ্যাওয়ার্ডসহ ১ কোটি টাকার পুরস্কার।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।