Apan Desh | আপন দেশ

‘হামজা বাংলাদেশের মেসি’

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২০, ১৯ মার্চ ২০২৫

‘হামজা বাংলাদেশের মেসি’

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও নবাগত হামজা চৌধুরী

ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর আগমনে যেন নতুন করে জেগে উঠেছে বাংলাদেশের ফুটবল। গোটা দেশের ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলারকে নিয়ে উচ্ছ্বাসে মেতে উঠেছে। উচ্ছ্বসিত বাংলাদেশের আরেক প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়াও। ‘হামজাকে বাংলাদেশের মেসি হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। 

বুধবার (১৯ মার্চ) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হামজাকে পরিচয় করিয়ে দেয়া হয়। পাশাপাশি জামাল ভূঁইয়াকে দলের অধিনায়ক হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। লাল সবুজ জার্সিতে হামজার অভিষেক হচ্ছে ২৫ মার্চ। জামালদের কাছ থেকে জাতীয় দলের অভিজ্ঞতায় নিতে চান তিনি। হামজা বলেন, জামালসহ আরও অনেকে জাতীয় দলে দীর্ঘদিন খেলছে। তাদের কাছ থেকেও আমি শিখতে চাই।

ভারতের বিপক্ষে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে ম্যাচের জন্য ভারতের সাবেক অধিনায়ক সুনীল ছেত্রী অবসর ভেঙে ফিরে এসেছেন। সুনীল আসলেও হামজা আসায় বাংলাদেশই এগিয়ে থাকছে সেটা পরোক্ষভাবে বলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক, সে (সুনীল) ভালো খেলোয়াড়। ইংলিশ প্রিমিয়ার লিগ তো না। আমাদের ইংলিশ প্রিমিয়ারের খেলোয়াড় আছে।

প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে ২০১৩ সালে বাংলাদেশ দলে অভিষেক হয় জামাল ভূঁইয়ার। তার পথ ধরেই খেলছেন তারিক কাজীসহ বেশ কয়েকজন। তারই ধারাবাহিকতায় এসেছেন হামজা চৌধুরী। হামজা আসার পর বাংলাদেশের ফুটবল আবহ বদলেছে। সারা দেশ ফুটবল উন্মাদনায় মেতেছে। হামজাকে বাংলাদেশের ফুটবল মেসি আখ্যায়িত করেছেন জামাল বলেন, হামজা বাংলাদেশের মেসি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়